- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১, ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে রিয়েলের কাছে আটকে গেল বায়ার্ন

ইউরোপের অন্যতম সেরা দুই দলের লড়াই এ অন্যমাত্রায় পৌঁছবে, সেটা বলাইবাহুল্য। প্রত্যাশামতোই বায়ার্ন মিউনিখ ও রিয়েল মাদ্রিদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের সেমিফাইনাল টানটান উত্তেজনার মধ্যে শেষ হল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশ্য কোনও দলই জয় পেল না। ম্যাচের ফল ২–২। তবে বায়ার্নকে তাদের ঘরের মাঠে আটকে দিয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকল রিয়েল মাদ্রিদ।
আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথম লেগে নিজেদের মাঠে শুরু থেকেই জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছিল বায়ার্ন মিউনিখ। রিয়েল মাদ্রিদের বক্সে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন হ্যারি কেনরা। ২১ মিনিটের মধ্যে রিয়েলের গোল লক্ষ্য করে ৬ বার শট নিয়েছিলেন বায়ার্ন ফুটবলাররা। কাজের কাজ কিছু হয়নি। সবথেকে সহজ সুযোগ নষ্ট করেন লেরয় সানে। রিয়েল গোলকিপার আন্দ্রে লুনিনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। হ্যারি কেন, জামাল মুসিয়ালারাও বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেন।
এই সময় রিয়েল মাদ্রিদকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কিন্তু আসল কাজটা তারা করে ফেলে। ম্যাচের ২৪ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গোল করে রিয়েলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে বল পেয়ে দুর্দান্ত থ্রু বাড়ান টনি ক্রুজ। সেই থ্রু ধরে গোল করেন ভিনিসিয়াস। ম্যাচের প্রথম ৩০ মিনিট চূড়াম্ত দাপট দেখিয়েও গোল তুলে নিতে পারেনি বায়ার্ন। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে উঠেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি।
বিরতির পর ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে রিয়েল। শুরুতে কয়েকটি সুযোগও তৈরি করে। যদিও ব্যবধান বাড়াতে পারছিল না। এরই মাঝে ৫৩ মিনিটে বায়ার্নের হয়ে সমতা ফেরান লেরয় সানে। ৪ মিনিটের মধ্যেই এগিয়ে যায় বায়ার্ন। বক্সের ভেতর জামাল মুসিয়ালাকে ফাউল করেন লুকাস ভাসকেজ। পেনাল্টি পায় বায়ার্ন। লুনিনকে উল্টো দিকে ফেলে বায়ার্নকে ২–১ ব্যবধানে দেন হ্যারি কেন। বায়ার্ন যখন জয়ের অপেক্ষায়, তখনই আবার আঘাত ভিনিসিয়াসের। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান তিনি। ৮ মে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ইগিয়ে থেকেই মাঠে নামবে রিয়েল।
❤ Support Us