Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৪

টোরেসের জোড়া গোলে জয় বার্সিলোনার, জুভেন্টাসের কাছে হার ম্যান সিটির

আরম্ভ ওয়েব ডেস্ক
টোরেসের জোড়া গোলে জয় বার্সিলোনার, জুভেন্টাসের কাছে হার ম্যান সিটির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মতোই দারুণ গতিতে এগিয়ে চলেছে বার্সিলোনা। বুধবার রাতে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–২ ব্যবধানে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। দু’‌দুবার পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েও শেষরক্ষা করতে পারেনি ডর্টমুন্ড। জোড়া গোল করে বার্সিলোনাকে নাটকীয় জয় এনে দিয়েছেন ফেরান টোরেস।
ডর্টমুন্ডের মাঠে ম্যাচ হলেও শুরু থেকতেই আগ্রাসী ছিল বার্সিলোনা। ৫ মিনিটের মধ্যেই দু’‌দুটি গোলের সুযোগ তৈরি করে। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারেনি। শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বরুসিয়া ডর্টমুন্ডও। আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। এরই মাঝে ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। লামিনে ইয়ামালের পাস সুবিধাজনক জায়গায় পেয়েও বাইরে মারেন। পরের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় ডর্টমুন্ড। কিন্তু গোল পায়নি। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধেও দাপট নিয়ে শুরু করে ডর্টমুন্ড। ৫০ মিনিটে বার্সিলোনার জালে বলও পাঠিয়েছিল। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ৩ মিনিট পরেই খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় বার্সিলোনা। দানি ওলমোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। ৬০ মিনিটে বক্সের মধ্যে সেরহো গুইরাসিকে ফাউল করেন পাউ কুবারসি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান গুইরাসিই।
ম্যাচের ৭৫ মিনিটে আবার এগিয়ে যায় বার্সিলোনা। গোল করেন ফেরান টোরেস। ৩ মিনিট পর আবার সমতা ফেরায় বরুসিয়া ডর্টমুন্ড। দুর্দান্ত এক আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন গুইরাসি। শেষ দিকে ম্যাচ দারুণ জমে ওঠে। ৮৫ মিনিটে দারুণ শটে গোল করে বার্সিলোনাকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন টোরেস। বাকি সময়ে মরিয়া হয়ে ঝাঁপালেও সমতা ফেরাতে পারেনি ডর্টমুন্ড। ৬ ম্যাচে ৫ জয় ও ১ পরাজয়ে ১৫ পয়েন্টে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সিলোনা। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬ ম্যাচে ১৮।
অন্যদিকে জুভেন্টাসের কাছে হেরে খাদের কিনারায় ম্যাঞ্চেস্টার সিটি। এদিন ম্যান সিটিকে ২–০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের জয়ে গোল দুটি করেছেন ডুসান ভ্লাহোভিচ ও ওয়েস্টন ম্যাককেনিয়ে। জুভেন্টাসের কাছে হেরে ম্যান সিটির নক আউটে যাওয়ার কাজ কঠিন হয়ে গেল। ৬ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৮। রয়েছে ২২ নম্বরে। ম্যান সিটি হারলেও ইংল্যান্ডের অন্য ক্লাব আর্সেনাল অবশ্য জয় তুলে নিয়ে। মোনাকোকে হারিয়েছে ৩–০ ব্যবধানে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। অন্য ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২–১ গোলে হারিয়েছে এসি মিলান। ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ইতালির ক্লাবটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!