- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১০, ২০২৪
রুদ্ধশ্বাস ম্যাচে ম্যান সিটির কাছে আটকে গেল রিয়েল মাদ্রিদ, আর্সেনাল–বায়ার্ন ম্যাচও ড্র

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে দু’দুটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। ১৪ মিনিটের মধ্যে ২–১ ব্যবধানে এগিয়ে গিয়েও চরম উত্তেজনার ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে আটকে গেল রিয়েল মাদ্রিদ। ম্যাচের ফল ৩–৩। অন্য কোয়ার্টার ফাইনালে, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ম্যাচ ২–২।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়েল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রথম ১৪ মিনিটে অবিশ্বাস্য ঝড়। ১ মিনিটেই রিয়েলের দর্শকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশকে বক্সের বাইরে ফাউল করেন অরলিয়ে চুয়েমেনি। ২৫ গজ দুর থেকে নেওয়া দুর্দান্ত শটে ম্যান সিটিকে এগিয়ে দেন বার্নার্ড সিলভা। ১২ মিনিটের মাথায় প্রতিআক্রমণে সমতা ফেরায় রিয়েল মাদ্রিদ। বক্সের বাইরে থেকে নেওয়া কামাভিঙ্গার শট রুবেন দিয়াজের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ২ মিনিট পর আবার প্রতিআক্রমণ থেকে রিয়েলকে এগিয়ে দেন রডরিগো। প্রথমার্ধের শেষে ২–১ ব্যবধানে এগিয়েছিল রিয়েল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় ম্যান সিটি। অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান ফিল ফোডেন। ৭১ মিনিটে বার্নাব্যু স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে ম্যানচেস্টার সিটিকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন ইস্কো ভার্দিয়ল। এগিয়ে গেলেও অবশ্য জয় আসেনি ম্যান সিটির, রিয়েলকে তাদের ঘরের মাঠে হারানো কঠিন। সেটাই আবার প্রমাণিত। ম্যাচের ৭৯ মিনিটে ভিনিসিয়াসের মাপা সেন্টার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে সমতা ফেরান ভালভার্দে। ১৭ এপ্রিল ফিরতি লিগের খেলা।
রোমাঞ্চকর ড্র হয়েছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ ম্যাচেও। যদিও ম্যাচে আর্সেনালের দাপটই বেশি ছিল। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে ম্যাচ ২–২ ড্র করে। ঘরের মাঠে ড্র করায় চাপ বাড়ল আর্সেনালের। কারণ, দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে হবে মিউনিখে। অ্যালিয়েঞ্জ এরিনায় বায়ার্নকে হারানো খুবই কঠিন।
ঘরের মাঠে দাপট নিয়েই শুরু করেছিল আর্সেনাল। ১২ মিনিটে বক্সের মধ্যে থেকে বাঁপায়ের নীচু শটে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। এরপর সমতা ফেরানোর জন্য ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। ১৮ মিনিটে ন্যাব্রির গোলে সমতা ফেরে। ২৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। নিজেদের বক্সের মধ্যে লেরয় সানেকে ফাউল করেন আর্সেনালের উইলিয়াম সালিবা। পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। প্রথমার্ধে ২–১ ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধে লেয়ান্দ্রো ট্রোসার্ড গোল করে সমতা ফেরান। স্বস্তি ফেরে আর্সেনালে।
❤ Support Us