Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৩, ২০২৪

২ গোলে পিছিয়ে থেকেও ৫–২ ব্যবধানে জয় রিয়েলের, দুরন্ত হ্যাটট্রিক ভিনিসিয়াসের

আরম্ভ ওয়েব ডেস্ক
২ গোলে পিছিয়ে থেকেও ৫–২ ব্যবধানে জয় রিয়েলের, দুরন্ত হ্যাটট্রিক ভিনিসিয়াসের

৬০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ৫–২ ব্যবধানে জয়!‌ না, কোনও অলৌকিক ঘটনা নয়। এটাই বাস্তব। আর এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটানোর দলের নাম রিয়েল মাদ্রিদ। ৩৪ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৫–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়েল মাদ্রিদ। রিয়েলের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। দুরন্ত হ্যাটট্রিক করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
গতবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই রিয়েল মাদ্রিদের কাছেই হারতে হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডকে। এবার প্রথম রাউন্ডেই মুখোমুখি। এই ম্যাচকে সেই অর্থে বরুসিয়ার প্রতিশোধের ম্যাচ বলা চলে না। কারণ, ফাইনাল ও গ্রুপ লিগের ম্যাচ সম্পূর্ণই আলাদা। তবুও বরুসিয়া চেয়েছিল বার্নাব্যুতে জয় তুলে নিয়ে গতবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে। সেই লক্ষ্যেই এদিন শুরু থেকেই রিয়েলের ঘরের মাঠে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। একের পর এক আক্রমণ শানিয়ে ৩০ মিনিটে ড্যানিয়েল ম্যালেনের গোলে এগিয়ে যায়। মিনিট চারেক পরই ২–০ করেন জেমি গিটেন্স।
পিছিয়ে পড়ে একের পর এক আক্রমন তুলে নিয়ে এসে ডর্টমুন্ডের রক্ষনকে ব্যতিব্যস্ত করে তোলেন কিলিয়ান এমবাপে, রুডিগার, ভিনিসিয়াসরা। যদিও রিয়েলের ম্যাচে প্রত্যাবর্তনের গোলটা জুনিয়রের কাছ থেকে আসেনি। ৬০ মিনিটে এমবাপের সেন্টার থেকে হেডে গোল করে ব্যবধান কমান রুডিগার। ২ মিনিট পরেই সমতা ফেরান ভিনিসিয়াস। অফসাইডের অজুহাতে রেফারি প্রথমে নাকচ করলেও পরে ভিএআরে মাধ্যমে গোলের সিদ্ধান্ত দেন।
৮৩ মিনিটে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়েল। ম্যাচের বাকি সময়টা বলতে গেলে ভিনিসিয়াস জুনিয়ারের। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের দাপটে ছিন্নভিন্ন হয়ে যায় বরুসিয়া রক্ষণ। ম্যাচের ৮৬ মিনিটে নিজেদের অর্ধ থেকে একক প্রয়াসে বল টেনে নিয়ে এগিয়ে যান। ডর্টমুন্ডের বক্সের বাইরে পৌঁছে দুরন্ত শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। ইনজুরি সময়ের ৩ মিনিটে মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়াস। ম্যাচের শেষ ৩৩ মিনিটে ৫ গোল রিয়েলের।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জুভেন্টাসকে ১–০ ব্যবধানে হারিয়েছে স্টুর্টগার্ট। পিছিয়ে পড়েও পিএসজি ১–১ ড্র করেছে আইন্ডহোফেনের সঙ্গে। আর্সেনাল ১–০ ব্যবধানে জিতেছে শাখতার দোনেৎস্কের বিরুদ্ধ। বোলোনিয়াকে ২–০ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!