Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

“নেতাজির স্বপ্ন পূরণ করেনি দল”, তাই বিজেপি ছাড়লেন চন্দ্র বসু

আরম্ভ ওয়েব ডেস্ক
“নেতাজির স্বপ্ন পূরণ করেনি দল”, তাই বিজেপি ছাড়লেন চন্দ্র বসু

বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু । বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। চন্দ্র বসু জানান, বিজেপিতে  যোগ দেওয়ার সময়ে তাঁর আশা ছিল নেতাজির স্বপ্নপূরণ করবে দল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তেমন কিছুই ঘটেনি। প্রসঙ্গত, ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু। দু’বার বিজেপির টিকিটে নির্বাচনেও লড়েন তিনি। গত লোকসভা নির্বাচনের পর থেকেই চন্দ্র বসু বিজেপি-র কাজকর্মে অসন্তোষ প্রকাশ করছিলেন।

বুধবার নিজের ইস্তফাপত্র জমা দেন চন্দ্র বসু। সেখানে তিনি লিখেছেন, “২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের দিকে তাকিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। সকলকে একসঙ্গে নিয়ে এ

গিয়ে চলার যে আদর্শ ছিল বোসদের মধ্যে, সেটাই বিজেপির মাধ্যমে এগিয়ে যেতে চেয়েছিলাম। এমনকি নেতাজির আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির মধ্যেই আজাদ হিন্দ মোর্চা শুরু করারও কথা ছিল। কিন্তু এখনও সেসব কিছুই হয়নি।” এছাড়াও চন্দ্র বাবু দাবি করেছেন, কেন্দ্র ও রাজ্য দুই ক্ষেত্রেই তাঁর কথাকে গুরুত্ব দেওয়া হয়নি। দলের উন্নতি করতে অনেক পরিকল্পনা থাকলেও তাঁর কথায় কর্ণপাত করা হয়নি।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেও কেন্দ্রের সঙ্গে মতবিরোধ হয়েছিল চন্দ্র বসুর। দিল্লির ইন্ডিয়া গেটে বসানো নেতাজির মূর্তির আদলের বিরোধিতা করেছিলেন তিনি। ইন্ডিয়া গেটের ক্যানোপিতে নেতাজির স্যালুট ভঙ্গিমার মূর্তি বসাচ্ছে মোদি সরকার। যেখানে স্যালুট করার ভঙ্গিমাতে দাঁড়িয়ে থাকবেন নেতাজি। আর ঠিক এখানেই বসু পরিবারের আপত্তি বলে খবর। পরিবার সূত্রে দাবি, দিল্লিতে সংসদে নেতাজির যে মূর্তি রয়েছে. সেই আদলেই গড়া হোক নেতাজির এই মূর্তিও।

তবে চন্দ্র বসু এখন টিউনমুলে যোগ দেন কি না সেটাই দেখার। কেননা সম্প্রতি তৃণমূলের সঙ্গে তাঁর হৃদ্যতা বেড়েছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!