Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৩

আদালতের নির্দেশে, গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হ্যারিকেন মিছিলের রুট বদল

আরম্ভ ওয়েব ডেস্ক
আদালতের নির্দেশে, গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হ্যারিকেন মিছিলের রুট বদল

ফাইল চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে আন্দোলনকারীদের হ্যারিকেন  মিছিলের অনুমতি হাইকোর্ট দিলেও শেষ পর্যন্ত গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বুধবারের হ্যারিকেন নিয়ে হরিশ মুখার্জি রোড এর মিছিলের জন্য অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।

বুধবার শহীদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হ্যারিকেন মিছিল হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি  ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এলাকা  দিয়ে কোনও মিছিল যেতে পারবে না। পাশাপাশি এই মিছিলের রুট কি হবে তা জানিয়ে এই মিছিল সম্পর্কে একগুচ্ছ নির্দেশিকাও দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আগে হরিশ মুখার্জি রোড দিয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা হ্যারিকেন নিয়ে বুধবার মিছিল করবে বলে কলকাতা হাইকোর্টে আবেদন করলে বিচারপতি রাজাশেখর মান্থা আবেদনকারীদের শর্তসাপেক্ষে অনুমতি দেন। রাজাশেখর মান্থার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলো। মঙ্গলবার সেই মামলাতেই ডিভিশন বেঞ্চের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এই নির্দেশিকা দেন।

ডিভিশন বেঞ্চের নির্দেশিকায় বলা হয়েছে, বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে। হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে আশুতোষ মুখার্জী রোড দিয়ে মিছিল করা যাবে। মিছিল শেষ করতে হবে কালীঘাট থানার সামনে লাগানো ব্যারিকেডের কাছে। মিছিল করতে হবে এক লাইনে। মিছিলে যাতে কোনও অবাঞ্ছিত এবং অশান্তিপূর্ণ ঘটনা না ঘটে সেই বিষয় নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়।

আদালতের কাছে এদিন চাকরিপ্রার্থীদের তরফে আবেদন করে বলা হয়, “এটা হ্যারিকেন মিছিল। শহীদ মিনারে অবস্থান হবে। আমরা এক্সাইড মোড় থেকে শুরু করে হাজরা হয়ে কালীঘাট ফায়ার স্টেশনের সামনে কালীঘাটে মিছিল শেষ করতে চাই। আমরা সিঙ্গেল লাইনে মিছিল করব। অফিস টাইমে হরিশ মুখার্জি রোড এর সমস্যা হলে শনিবারও আমরা মিছিল করতে পারি। এটা চাকরিপ্রার্থীদের মিছিল কোন রাজনৈতিক দলের মিছিল নয়।” কিন্তু ডিভিশন বেঞ্চ এই আবেদনে সম্মতি দেয়নি।

রাজ্যের আইনজীবী আদালতে জানান, ”রাজ্য চাইছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল হলে রাজ্যের কোনও আপত্তি নেই। কিন্তু হরিশ মুখার্জি রোড হলে নিত্য অফিস যাত্রীদের সমস্যা হবে। কালীঘাট মন্দিরের সামনে ফুট ব্রিজের কাজ চলছে। ফলে সেখানে ৪০০ লোকের সমাবেশ হলে অসুবিধা হবে।” এরপরই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নতুন নির্দেশ দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!