- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৭, ২০২৩
স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্য, পদত্যাগ ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মার

স্টিং অপারেশন কাণ্ডে জড়িয়ে পড়ে পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। জয় শাহ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জি নিউজের স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেট দল, দল নির্বাচন সংক্রান্ত নানা গোপন তথ্য ফাঁস করেছিলেন চেতন শর্মা। ফিটনেস টেস্টে পাশ করার জন্য ক্রিকেটারদের নিষিদ্ধ ইঞ্জেকশন নেওয়া, বিরাট কোহলির সঙ্গে সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মার ইগোর লড়াই, নিজের ভবিষ্যৎ জানতে হার্দিক পান্ডিয়ার রোহিত শর্মার বাড়ি যাওয়া প্রভৃতি নানা বিষয় নিয়ে জি নিউজের স্টিং অপারেশনের সামনে মুখ খুলেছিলেন চেতন শর্মা। সৌরভ গাঙ্গুলিকে অপদস্থ করতেই বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রেস কনফারেন্সে তাঁকে নেতৃত্ব থেকে সরানোর প্রসঙ্গ টেনে আনেন বলে জানিয়েছিলেন চেতন। তাঁর এই গোপন তথ্য ফাঁস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
চেতন শর্মা একের পর এক যেভাবে বোমা ফাটিয়েছিলেন, তাতেই প্রশ্ন উঠে গিয়েছিল তাঁর ভবিষ্যৎ নিয়ে। দারুণ চাপে ছিলেন ভারতীয় দলের নির্বাচক কমিটির প্রধান। বলতে গেলে, তাঁকে রীতিমতো পদত্যাগ করতে বাধ্য করা হল। চেতনের বক্তব্যে বোর্ড কর্তাদের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমিতে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে পাশ করার অনৈতিক পদক্ষেপের মতো অভিযোগও সামনে এসেছিল চেতনের কথায়। ইঞ্জেকশন নিয়ে ক্রিকেটারদের ফিট না হয়েও খেলতে নামা, ১০০ শতাংশ ফিট না হওয়া সত্ত্বেও দলে রাখার অনুরোধের মতো বিষয়গুলি স্টিং অপারেশনে বলেছিলেন চেতন।
ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়, বিরাট কোহলির সঙ্গে তাঁর কথোপকথন যা গোপন রাখার কথা, তাও ফাঁস করেন চেতন শর্মা। আগের গত মাসেই ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্রধান হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন চেতন। কিন্তু স্টিং অপারেশন কাণ্ডে জড়িয়ে পড়ে দীর্ঘায়িত হল না তাঁর দ্বিতীয় ইনিংস।
❤ Support Us