Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ফিট থাকার জন্য ক্রিকেটাররা নিষিদ্ধ ইঞ্জেকশন নেন!‌ বিস্ফোরক দাবি নির্বাচক প্রধান চেতন শর্মার

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিট থাকার জন্য ক্রিকেটাররা নিষিদ্ধ ইঞ্জেকশন নেন!‌ বিস্ফোরক দাবি নির্বাচক প্রধান চেতন শর্মার

ভারতীয় ক্রিকেটে আরও একটি চাঞ্চল্যকর বিতর্ক। বিস্ফোরক দাবি করেছেন ভারতীয় জাতীয় দলের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। একটা স্টিং অপারেশনের ক্যামেরায় তিনি দাবি করেছেন, দল নির্বাচনের সময় ৮০–৮৫ শতাংশ ক্রিকেটার আনফিট থাকেন। ১০০ শতাংশ ফিট থাকার জন্য নিষিদ্ধ ইঞ্জেকশন নেন। এমনকি ক্রিকেটাররা নির্বাচকদের কাছে অনুরোধ করেন, তাঁদের দলে রাখার। তারকা ক্রিকেটাররাও এইরকম করেন বলে দাবি করেছেন চেতন শর্মা। ক্রিকেটাররা নাকি নিজেদের ব্যক্তিগত চিকিৎসকের কথায় চলেন।
জি নিউজের পক্ষ থেকে একটা স্টিং অপারেশন চালানো হয়েছিল। সেই স্টিং অপারেশন ক্যামেরায় (এই ফুটেজের সত্যতা যাচাই করেনি আরম্ভ ওয়েব ডেস্ক)‌ ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা বলেছেন,  কথায়, ক্রিকেটাররা মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ না হলেও খেলতে চান। ব্যথা নিবারক ওষুধের ইঞ্জেকশন নেন তাঁরা। কোনগুলি অ্যান্টি ডোপিংয়ের আওতায় আসবে না সে বিষয়ে নজর রেখেই। এমনকি বাইরের চিকিৎসকের কথা বলে তাঁরা নিজেদের ফিট প্রমাণে মরিয়া থাকেন বলেও অভিযোগ। ৮০ শতাংশ ফিট অবস্থাতেই ওই ইঞ্জেকশন নিয়ে ক্রিকেটাররা খেলেন বলে অভিযোগ করেছেন চেতন শর্মা। অনেক তারকা ফিট না হওয়া সত্ত্বেও এনসিএ থেকে তাঁদের খেলার সবুজ সংকেত দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
চেতন শর্মা আরও বলেছেন, বেশ কয়েকজন ক্রিকেটার যারা খারাপ পারফরম্যান্স করছে, তাঁরা স্কোয়াডে থাকার জন্য ইঞ্জেকশন ব্যবহার করছে। এমনকি যশপ্রীত বুমরা, যিনি খেলার জন্য পুরোপুরি ফির ছিলেন না, তাঁকেও ইঞ্জেকশনের সাহায্যে খেলতে বাধ্য করা হয়েছিল।
শুধু ক্রিকেটারদের নিষিদ্ধ ইঞ্জেকশন নেওয়ার বিষয় সম্পর্কে বলেই থেমে থাকেননি চেতন শর্মা, তিনি ভারতীয় দলের অন্দরমহলের নানা খবর সামনে নিয়ে এসেছেন। যেমন বর্তমান ও প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সম্পর্কের বিষয়টি। চেতন শর্মা বলেছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে কোনও বিরোধ নেই। তবে দুজনের মধ্যে কিছুটা ইগো সমস্যা রয়েছে। রোহিত এবং কোহলির সম্পর্ককে ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেছেন চেতন শর্মা। চেতন জানান, ‘‌বিরাট ও রোহিতের মধ্যে এমনিতে কোনও লড়াই নেই। তবে ইগো রয়েছে। দুজনেই অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর মতো বড় ফিল্ম স্টারের মতো।’‌
প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের ব্যাপারে চেতন শর্মা বলেছেন, সৌরভ গাঙ্গুলি নন, বিরাট কোহলিকে অধিনায়কের পদ থেকে সরানোর ব্যাপারে নির্বাচকদের ভূমিকায় বেশি ছিল। স্টিং অপারেশনের ক্যামেরায় চেতন শর্মা কোহলিকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন। এবং এটাও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি কোহলিকে নেতৃত্ব ছেড়ে না দেওয়ার কথা বলেছিলেন। এই নেতৃত্ব কেড়ে নেওয়ার বিষয়টা কোহলির ইগোতে আঘাত করেছিল। তার ফলে সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলিকে দোষারোপ করেছিলেন বিরাট কোহলি। কোহলি ভেবেছিলেন সৌরভের কারণেই তাঁর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। তাই তিনি দক্ষিণ আফ্রিকায় সাংবাদিক সম্মেলনে সৌরভকে দোষারোপ করেন।


  • Tags:

Read by: 8 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!