- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৮, ২০২৪
নির্বাচনী প্রচারে নারীদের অসম্মান বরদাস্ত নয়, কড়া প্রতিক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনারের
নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতাদের আপত্তিকর ও অশালীন মন্তব্যের কড়া নিন্দা করল নির্বাচন কমিশন । সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার বলেন, দলীয় প্রচারে গিয়ে মহিলাদের কুমন্তব্য করা অসমীচিন । মহিলাদের সম্পর্কে বিভিন্ন দলের নেতাদের বেলাগাম কুরুচিকর মন্তব্যের নিন্দার পাশাপাশি অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।
২০ নভেন্বর মহারাষ্ট্রে নির্বাচন । সেখানকার বিভিন্ন জেলা আধিকারিক, নির্বাচন কর্মী এবং পুর পরিচালকদের সঙ্গে নির্বাচনি প্রস্তুতির বৈঠকের পরই, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রচারে মহিলাদের কুমন্তব্যের কড়া সমালোচনা করেন মুখ্য নির্বাচন কমিশনার । এবিষয়ে এর আগেও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করেছিল কমিশন।
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়ে আসছে নির্বাচন কমিশন । মহিলা নেত্রী এবং প্রার্থীদের আত্মাভিমানে আঘাত দেয়, এমন মন্তব্য থেকে বিরত থাকার জন্যও আর্জি জানিয়ে এসেছে । যদিও নির্বাচন কমিশনের সেই অনুরোধে খুব একটা সাড়া দেননি পুরুষ রাজনীতিবিদরা । বিজেপি থেকে কংগ্রেস, সপা থেকে তৃণমূল কংগ্রেস-এর নেতারা প্রায়শই ভোট প্রচারে গিয়ে মহিলাদের সম্পর্কে কটূক্তি করে চলেছেন । সেই তালিকায় সর্বশেষ সংযোজন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত । মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আবহে, দিন কয়েক আগেই গেরুয়া শিবির বদলে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সাইনা নানা চুদাসামা । যিনি মুম্বইয়ে অভিজাত মহলে সাইনা এনসি হিসাবেই সর্বাধিক পরিচিত । তাঁকে কটাক্ষ করতে গিয়ে ‘ইম্পোর্টেড মাল’ বলে বেফাঁস মন্তব্য করেন উদ্ধব সেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত । ওই মন্তব্য নিয়ে উত্তাল হয়ে ওঠে মরাঠা রাজনীতি । নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশের কাছেও নালিশ ঠুকেছেন সাইনা। অন্যদিকে হাড়োয়ায় তূণমূলের প্রচার মঞ্চেও মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং নগর ও পুরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তূতার একাংশে বিজেপির মহিলা নেত্রীর অবমাননা হয়েছে বলে সরব হয় গেরুয়া শিবির । পরে এবিষয়ে সংবাদমাধ্যমে নিজের সপক্ষে যুক্তিও পেশ করেন কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর বক্তব্য কারো ভাবাবেগে আঘাত করলে, সেজন্য দুঃখ প্রকাশও করেন তিনি ।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দিনকয়েক আগে, নির্বাচনী প্রচার সভায়, ইন্ডিয়াজোটকে বিঁধে বলেন, দেশে সরকার বিরোধী দলগুলোর নেতারা দেশের মহিলা নেত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন, আসন্ন নির্বাচনে মানুষ তার জবাব দেবেন । এপ্রসঙ্গে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুত্রবধু সীতা সোরেনকে কুরুচিকর মন্তব্য করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি ।
❤ Support Us