Advertisement
  • দে । শ
  • জুলাই ২৭, ২০২৪

উত্তর ২৪ পরগনায় শিশু কিশোরদের শ্রী খোল কর্মশালা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর ২৪ পরগনায় শিশু কিশোরদের শ্রী খোল কর্মশালা

বাংলা সঙ্গীতে শ্রীখোলের ব্যবহার বহু প্রাচীন। কীর্তন থেকে শুরু করে রবীন্দ্রনাথ, দ্বীজেন্দ্রলাল, অতুল প্রসাদ, নজরুল ইসলামের গানে শ্রীখোল অন্য মাত্রা এনে দিয়েছে। বর্তমান প্রজন্মের কাছে এই তালবাদ্যের চর্চা ও প্রসারের লক্ষ্যে শিশু কিশোরদের শ্রীখোল বাদন কর্মশালা অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনায়।

রাজ্য শিশু কিশোর আকাদেমি ও তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত ২৫, ২৬, ২৭ জুলাই ৩ দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বারাসতে উত্তর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মেলন কক্ষে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্য শিশু কিশোর আকাদেমির সচিব মন্দাক্রান্তা মহলানবীশ ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল জানান, কর্মশালায় অংশ নিয়েছে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোররা। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু–‌কিশোররা কর্মশালায় যোগ দিয়েছেন। সকলে দারুন উদ্দীপনার সঙ্গে কর্মশালায় শামিল তারা। ২৭ জুলাই পর্যন্ত কর্মশালা চলবে।

রাজ্য শিশু কিশোর আকাদেমির সচিব মন্দাক্রান্তা মহলানবীশ সূচনায় বলেন, শ্রীখোল বাংলার সংস্কৃতির একটি গুরত্বপূর্ণ বাদ্য যন্ত্র। এই তাল বাদ্যকে জনপ্রিয় করে গেছেন শ্রী চৈতন্য। বর্তমান প্রজন্ম যাতে আরও উৎসাহের সঙ্গে সঠিক ভাবে শ্রীখোলের চর্চা করতে পারে সেই জন্যই এই কর্মশালা। বসিরহাট মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক রমা দত্ত জানান, বসিরহাট মহকুমা থেকে ৯ জন শ্রীখোল বাদন কর্মশালায় অংশ নিয়েছে। জেলা থেকে মোট ৪২ জন শিশু–‌কিশোর কর্মশালায় যোগ দিয়েছেন। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলছে কর্মশালা। তিনি বলেন, শিশু কিশোর আকাদেমির প্রশিক্ষকরা এসে বাচ্চাদের শ্রী খোল বাজানোর প্রশিক্ষণ দিচ্ছেন। কর্মশালার শেষে অংশগ্রহন কারী সকলকে শংসা পত্র দেওয়া হবে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!