Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ১৭, ২০২৪

চিন সফরে পুতিন শুভেচ্ছা ‘পুরনো বন্ধু’ জিনপিং-এর

আরম্ভ ওয়েব ডেস্ক
চিন সফরে পুতিন শুভেচ্ছা  ‘পুরনো বন্ধু’ জিনপিং-এর

দুদিনের রাষ্ট্রীয় সফরে চিনে গিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর এই তাঁর প্রথম  সফর ‘রেড ড্রাগনের দেশে’।আজ হেইলংজিয়াং প্রদেশের হারবিনে বৈঠক করবেন তিনি। এই সফর নিয়ে দুই দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,  এই সফর পারস্পরিক আস্থা এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে।
চিনের রাষ্ট্রপতি শি জিনপিং জানিয়েছেন, পঞ্চমবার রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ার পরে এটাই পুতিনের প্রথম চিন সফর।
তিনি আরও বলেন, এই বছর রাশিয়া-চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষপূর্তি। এই দীর্ঘ বছরে চিন এবং রাশিয়া  প্রতিবেশী দেশগুলির জন্য একে অপরের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার  একটি নতুন পথ খুঁজে পেয়েছে।
ইউক্রেনে টানা দুই বছরেরও বেশি সময় ধরে  সামরিক অভিযানের কারণে রাশিয়া রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।তাই দেশটির যুদ্ধ অর্থনীতিকে চাঙ্গা রাখতে তারা চিনের দিকে ঝুঁকছে। বৃহস্পতিবার উভয় দেশের মধ্যে অংশীদারত্বের একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন পুতিন ও শি।
গত মাসে মার্কিন প্রশাসনের  শোনা গিয়েছিল, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং মেশিন টুল সরবরাহের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে চিন। যদিও তা অস্বীকার করেছে বেজিং।২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ “আনলিমিটেড পার্টনারশিপ” এর ঘোষণা করে এবং সেই মাসেই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এখনো সেই যুদ্ধে জারি আছে। ফলে চরম অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন পুতিনের দেশ। কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সরিয়ে অর্থনীতিবিদ আন্দ্রে বেলুসোভকে সেই দায়িত্বে বসিয়েছেন তিনি। এতেই এই যুদ্ধের সাথে অর্থনীতির সম্পর্কটা অনেকটা স্পষ্ট হয়ে ওঠে।চিনেরকাস্টমস্-এর তথ্য অনুযায়ী গত বছর ২৪০ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে।রাশিয়াকে সাড়ে নয় লাখ গাড়ি  রপ্তানি করেছে চিন। অন্যদিকে রাশিয়া চিনেরকাছে  স্বল্প মূল্যে  খনিজ জ্বালানি বিক্রি করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুতিন এবং শি’র এ পর্যন্ত ৪০ বারের বেশি মোলাকাত হয়েছে।  গত বছরের মার্চে তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার পর চিনা রাস্ত্রপতির প্রথম বিদেশ সফরের গন্তব্য ছিল রাশিয়াই।

চিনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি থেকে জানা গেছে, এই সাক্ষাতে পুতিনকে অভিনন্দন জানিয়েছে শি জিনপিং বলেছেন, ‘আপনার নেতৃত্বে রাশিয়া আরো বড় সাফল্য ও অর্জনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’পুতিনের সঙ্গে যে রাশিয়ান প্রতিনিধিরা চিন সফরে গিয়েছেন তাঁরা হলেন, নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমানে সিকিউরিটি কাউন্সিল (নিরাপত্তা পরিষদ) সেক্রেটারি সের্গেই শোইগু, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!