Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • জুন ১২, ২০২৩

ভারতীয় সাংবাদিককে দেশে ফেরানোর নির্দেশ।বেজিং এর আচরণে ক্ষুব্ধ নয়াদিল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় সাংবাদিককে দেশে ফেরানোর নির্দেশ।বেজিং এর আচরণে ক্ষুব্ধ নয়াদিল্লি

বাকী ছিলেন আর একজন ! তাকেও বিদায় জানাল বেজিং। চিনে ভারতীয় সাংবাদিকরা যে খুব ভালো অবস্থায় নেই, এ নিয়ে কয়েকমাস ধরেই অভিযোগ জানাচ্ছিল দিল্লি । তাঁদের তরফ থেকে বলা হয়, ভারতে সে দেশের সাংবাদিকরা যে ভাবে কাজ করেন, ভারতীয়রা সে সুযোগ পান না। জিংপিং প্রশাসন অবশ্য এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থেকে ভারতীয় সংবাদমাধ্যমের সম্পূর্ণ অনুপস্থিতি দুই দেশে সম্পর্কের আরো অবনতি ঘটাল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

চলতি বছরের শুরুতে ভারতীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধি হিসেবে চার ভারতীয় সাংবাদিক চিনে কর্মরত ছিলেন। এনাদের মধ্যে হিন্দুস্তান টাইমসের একজন আগেই সে দেশ ছাড়েন। প্রসার ভারতী ও দ্য হিন্দু পত্রিকার দুই সাংবাদিকের ভিসার পুনর্নবীকরণের আবেদন এপ্রিল মাসে খারিজ করে দেওয়া হয়েছিল।যদিও চিনের বিদেশমন্ত্রক এবিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এখনো।

গত মাসে, চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন তাঁদের দেশের এক সাংবাদিকের ভিসা নবীকরণ আটকে রয়েছে।পাশাপাশি সিনহুয়া নিউজ এজেন্সি এবং চায়না সেন্ট্রাল টেলিভিশনের দুই সাংবাদিকের ভিসা প্রত্যাখ্যানের অভিযোগও করেছেন তিনি। তারই প্রতিক্রিয়ার ভারতীয় সাংবাদিকে চিন ছাড়ার নির্দেশ কিনা, সেবিষয়ে জিনপিং প্রশাসন কোনো মন্তব্য করেনি এ্খনো।

সাংবাদিকতায় সহযোগিতা করার জন্য ভারতীয়  সাংবাদিকদের  নিয়োগ করা নিয়ে কয়েকমাস আগে  ভিসা নিয়ে দুই দেশের মধ্যে দ্বৈরথ শুরু হয়। বেজিং জানিয়ে দেয়, সেদেশে সর্বাধিক তিনজন ভারতীয় সাংবাদিক কাজ করতে পারবেন। নয়াদিল্লির তরফে অবশ্য এ  বিষয়ে  নিয়ন্ত্রণ জারি করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!