- দে । শ
- সেপ্টেম্বর ৪, ২০২৩
দিল্লির জি ২০ সম্মেলন এড়িয়ে গেলেন শি, সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করবেন প্রিমিয়ার লি কিয়াং

আসন্ন ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি ২০ সম্মেলন এড়িয়ে গেলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। বেইজিং থেকে জানানো হয়েছে চিনের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসবেন।
চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই সপ্তাহান্তে দিল্লিতে ১৮তম জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে চিনের পররাষ্ট্র মন্ত্রক সোমবার বিকেলে তাদের ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে। এই ঘোষণার অর্থ হল প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে জি ২০ সম্মেলনে উপস্থিত থাকবেন না। বেইজিং দেশের দুই সবচেয়ে শক্তিশালী নেতাকে একই সময়ে বিদেশে পাঠাবে না বলেই তাদের এই সিদ্ধান্ত বলে এখনও পর্যন্ত জানা গেছে।
চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং-এর উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ভারত সরকারের আমন্ত্রণে, রাজ্য পরিষদের প্রিমিয়ার লি কিয়াং ৯ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ওই মুখপাত্র আরও বলেন, “চিন আশা করে যে শীর্ষ সম্মেলনটি ঐক্যমত্যকে সুসংহত করতে পারবে, উভয় দেশের ওপর আস্থা প্রকাশ করতে পারবে এবং উন্নয়নকে উন্নীত করতে পারে।”
ওই মুখপাত্র জানিয়েছে, “চিন সর্বদা এই বৈঠকে যোগদানের সময় প্রাসঙ্গিক ঘটনাগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী লি কিয়াং জি ২০ সম্মেলনে সহযোগিতার বিষয়ে চীনের চিন্তাভাবনা এবং অবস্থান জানাবেন, ঐক্য ও সহযোগিতা জোরদার করার জন্য জি ২০-এর কাছে দাবি জানাবেন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক ও উন্নয়ন চ্যালেঞ্জকে সামনে রেখেই কাজ করার ক্ষেত্রে গুরুত্ব দেবেন।”
চিনের পক্ষে দাবি করা হয়েছে, “আমরা জি ২০ নেতাদের শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য এবং স্থিতিশীল বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সঠিক ও মজবুত উন্নয়নের প্রচারে সক্রিয় অবদান রাখতে সব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।”
শি জিনপিংয়ের অনুপস্থিতির জন্য কোন কারণ উল্লেখ করা হয়নি। সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশন এবং পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন চিনের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী লি কিয়াং থাকবেন ওই অনুষ্ঠানে।
চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক্স-এ লিখেছে, “চিন জি ২০, নয়া দিল্লির শীর্ষ সম্মেলনে অর্থনীতি ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায়, বহির্বিশ্বের কাছে আস্থা প্রকাশ এবং ভাগ করা সমৃদ্ধি ও প্রবৃদ্ধির প্রচারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর অপেক্ষায় আছে।”
শি জিনপিং এই বছরের জি ২০ শীর্ষ সম্মেলনে থাকবেন না বলে আগে থেকেই জল্পনা চলছিল। এই জল্পনার কয়েকদিন পরে চিনের তরফে একটি স্ট্যান্ডার্ড “মানচিত্র” প্রকাশ করা হয়, এই মানচিত্র নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে বিতর্কের সৃষ্টি হয়, ওই মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। চীন ওই অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করে। ভারতের তরফে এই মানচিত্র প্রকাশের পর বলা হয়েছিল, “এটা চীনের অভ্যাস।” এই পরিস্থিতিতে চীনের রাষ্ট্রপতির ভারতে জি ২০ সম্মেলনে অংশগ্রহণ না করা তাৎপর্যপূর্ণ বিষয়। .
❤ Support Us