Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ৪, ২০২৫

বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা, মুখোমুখি আমেরিকা-চিন। মার্কিন পণ্যে বেজিংয়ের ১৫ শতাংশ শুল্ক আরোপ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা, মুখোমুখি আমেরিকা-চিন। মার্কিন পণ্যে বেজিংয়ের ১৫ শতাংশ শুল্ক আরোপ

বিশ্ববাণিজ্যের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ অমেরিকা যুক্তরাষ্ট ও চিন। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের টক্কর চলে সমানে সমানে । আমেরিকার নয়া শুল্ক নীতির পাল্টা দিয়ে মার্কিন পণ্যে বেজিংয়ের ১৫ শতাংশ শুল্ক আরোপ। একাধিক মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে চিন।

যত দিন যাচ্ছে বিশ্ববাণিজ্যের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ অমেরিকা যুক্তরাষ্ট ও চিনের মধ্যে সংঘাত বাড়ছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনা আমদানিকৃত পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপের নয়া নীতি জারি করেন। তিনদিনের মধ্যে শুল্কের পাল্টা জবাব দিল চীন। এবার মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা বেজিংয়ের। বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দুই দেশের সংঘাতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা বাজতে চলেছে। সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি একাধিক মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে চিন।

সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডিলান লোহ‍্ -এর মতে, চীনের এই প্রতিক্রিয়া “পরিকল্পিত ও উপযুক্ত”। তিনি বলেন, ‘এই সংঘাত বেইজিংকে এরকম পদক্ষেপ নিতেই বাধ্য করবে, এ অস্বাভাবিক কিছু নয়। তবে এরকম সংঘাতে বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।” তিনি আরো বলেছে, ‘আমি মনে করি আমেরিকার নয়া নীতির বিরুদ্ধে কানাডা এবং মেক্সিকো যা করেছে, চিনও সেই পথে হাঁটছে । বেজিং জানে, এর ফলে শুল্ক সমস্যা নিয়ে ট্রাম্প ‘এশিয়ার জায়েন্ট’-এর সঙ্গে বোঝাপড়ার দিকে আসতে পারেন।”

কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার, কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। বিবৃতিতে জানানো হয়, চিন থেকে আমদানি করা সামগ্রী থেকে ১০ শতাংশ নেবে ট্রাম্প প্রশাসন। নিজের সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘ইন্টারন্যাশনাল এমারজেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এই কর আরোপ করা হল। কারণ, অবৈধ অনুপ্রবেশকারী এবং বিষাক্ত মাদক আমেরিকার নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।’ তবে শুল্ক চাপানো নিয়ে রণং দেহি মেজাজ থেকে খানিকটা সরে এসেছেন ট্রাম্প। সোমবার তিনি জানান, কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত একমাসের জন্য স্থগিত রাখা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু চিনের উপর শুল্ক বহাল রয়েছে।

প্রকাশ্যেই এই অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয়ে তীব্র নিন্দা করেছিল চিন। এবার তিনদিনের মধ্যে মার্কিন পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করল বেজিং। তবে সমস্ত পণ্যে কার্যকর হবে না এই শুল্ক। কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ কর বসানো হয়েছে। তেল এবং কৃষির সরঞ্জামের উপর থাকবে ১০ শতাংশ শুল্ক। চিনের বাণিজ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমেরিকা একপাক্ষিকভাবে শুল্ক বাড়াচ্ছে তাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘিত হয়। চিনের বাণিজ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমেরিকা একপাক্ষিকভাবে শুল্ক বাড়াচ্ছে তাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হচ্ছে। এছাড়াও চিন গুগলের বিরুদ্ধে তদন্ত করছে। মঙ্গলবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের এক বিবৃতি অনুসারে, চিন মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে বিশ্বাস-ভঙ্গের অভিযোগ করেছে। চিনে সাধারণ ভাবে নিষিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া, তবে অংশীদারির ভিত্তিতে কিছু সংস্থার সঙ্গে কাজ করে তারা।

হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, আগামী কয়েক দিনের ট্রাম্প-জিনপিংয়ের মধ্যে আলোচনা হতে পারে। যা ‘পারস্পারিক যুদ্ধে’র আবহে বেশ তাৎপর্যপূর্ণ। এ ছাড়া, রাষ্ট্রপুঞ্জে চিনের প্রতিনিধি ফু কং জানিয়েছেন, আসন্ন নিরাপত্তা কাউন্সিলের বৈঠকেও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিও-র সাক্ষাৎ হতে পারে। উঠে আসতে পারে শুল্ক আপোপের বিষয়টি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!