- দিন-দুনিয়া
- নভেম্বর ৯, ২০২১
সংক্রমণ বাড়ছে, বাড়ছে আশঙ্কা, আবারও কি গৃহবন্দি হবে গোটা চিন?
শি চিনফিং-এর প্রশাসনের তরফে দেশবাসীর উদ্দেশ্যে জরুরি জিনিসপত্র মজুত করার নির্দেশ গিরে বাড়ছে জল্পনা...

বেজিং-এ হু হু করা বাড়ছে সংক্রমণ। অভ্যন্তরীণ ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে বহু অঞ্চলেই ফের জারি করা হয়েছে লকডাউন । প্রায় বছর দুয়েক আগে ইউহান থেকে কোভিড সংক্রমণ ছড়াতে শুরু করার পর দেশের এত বেশি অঞ্চলে এর আগে সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা যায়নি।
এদিকে প্রশাসনের তরফে সকলকে জরুরি জিনিসপত্র মজুত করতে বলা হয়েছে। সেই নির্দেশ ঘিরেই সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলি কি আবার সম্পূর্ণ লকডাউনের পথে চলে যাবে চিন? নাকি তাইওয়ান দখলের পূর্বাভাস! সেই জন্যই দেশবাসীকে এমন পরামর্শ দেওয়া হয়েছে। তবে লকডাউনের গুঞ্জন উড়িয়ে দিতে পারছেন না দেশবাসী।দেশের বিভিন্ন অঞ্চলে দোকানে-বাজারে ঠাসা ভিড়ের ছবি ধরা পনেছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ঝেংমিংয় বলেছেন, ‘আরও একটা বছর চিনে বন্দিদশাই চলবে।’ সেই সঙ্গে চিনের টিকাকরণ প্রসঙ্গে তাঁর বক্তব্য, চিনের টিকাকরণ হার অত্যন্ত বেশি। কিন্তু বুস্টার ডোজের জন্য পর্যাপ্ত টিকা নেই। তাই সংক্রমণ না কমলে চিন এখনই বন্দিদশা থেকে পুরোপুরি মুক্ত করবে না নিজেকে।
❤ Support Us