- বি। দে । শ
- মে ২৩, ২০২৪
তাইওয়ানের আকাশে লাল ভ্রুকুটি

তাইওয়ান দ্বীপের চারপাশে সামরিক মহড়া শুরু করল লাল ফৌজ। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সিনহুয়া’ জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান প্রণালী, দ্বীপটির উত্তর ও দক্ষিণ পূর্বে মহড়া শুরু করেছে। তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের আশেপাশেও তারা ড্রিল করেছে। চিনের সামরিক বাহিনীর মুখপাত্র লি শি জানিয়েছেন যে, ‘তাইওয়ানের স্বাধীনতা’ বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তিস্বরূপ এবং বাইরের শক্তির হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধে সতর্কতা হিসেবে যৌথ এই মহড়া চালানো হল।
সোমবার তাইওয়ানের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন লাই চিং। তাঁর শপথ গ্রহণের তিনদিনের মধ্যে এমন ঘটনা ঘিরে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যদিও, চিন তাইওয়ানকে আবহমান কাল থেকে নিজের অংশ বলে দাবি করে এসেছে। চিনের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, এই মহড়ার উদ্দেশ্য হল সমুদ্র পথে যুদ্ধের প্রস্তুতি, লক্ষ্যবস্তুর দিকে নির্ভুল হামলার অনুশীলন এবং তাইওয়ান দ্বীপে বহিরাগত শক্তির সামরিক বাহিনীর ওপর নজরদারি। ‘বহিরাগত’ শব্দ ব্যবহার করে, নাম না করেই মার্কিন প্রশাসনের সমালোচনা করেছে বেইজিং । আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন একাধিকবার বলেছেন, আক্রমণ এলে তাঁর দেশ ২৩ মিলিয়ন নাগরিকের গণতন্ত্রকে রক্ষা করতে প্রস্তুত।
কতগুলি জাহাজ এবং বিমান এই মহড়ায় কাজে লাগান হয়েছে তা স্পষ্ট নয়। চিনের সামরিক বাহিনী গত বছরের এপ্রিল থেকে তাইওয়ানের আশেপাশে এতগুলি জায়গায় মহড়া করেনি।রাষ্ট্রপতি হিসেবে লাই চিঙ্গের শপথের পরই তাদের শক্তি প্রদর্শন প্রশ্ন তৈরি করেছে জনমানসে।এই মহড়া কবে শেষ হবে, তা এখনও রহস্যাবৃত রেখেছে শি জিন পিং প্রশাসন।
❤ Support Us