Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৬, ২০২২

কৃত্রিম সূর্য বানাল চিন। তাপমাত্রা আসল সূর্যের পাঁচ গুণ বেশি।

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃত্রিম সূর্য বানাল চিন। তাপমাত্রা আসল সূর্যের পাঁচ গুণ বেশি।

চিনের গবেষণাগারে ‘কৃত্রিম সূর্য’ তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটি নকল সূর্য হলেও আসল সূর্য থেকে এর তাপ ৫ গুণ বেশি। অর্থাৎ ৭ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপাদনে সক্ষম এবং তাপমাত্রা ১৮ মিনিট পর্যন্ত ধরে রাখতে পারে ।

বিজ্ঞানীরা আশাবাদী, কৃত্রিম সূর্যের নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রকূত সংযোজন প্রক্রিয়া ব্যবহার করে পরিবেশবান্ধব অঢেল শক্তি উৎপাদন সম্ভব ।এরকম গবেষণাগারকে কৃত্রিম সূর্য বলবার কারণ হচ্ছে এই যে, মূল সূর্যের নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া অনুকরণ করে তাপ উৎপন্ন করা হয়। সমুদ্রের এক লিটার জল থেকে যে পরিমাণ ডিউটেরিয়াম গ্যাস পাওয়া যাবে, তা ৩০০ লিটার গ্যাসোলিন পুড়ানো শক্তির সমকক্ষ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!