- এই মুহূর্তে
- মার্চ ২৭, ২০২৩
অরুণাচলে রবিবাসরীয় বৈঠক এড়িয়ে গেল চিন। প্রতিক্রিয়াহীন জিনপিং সরকারের বিদেশমন্ত্রক
চিন জি ২০এর একটি বৈঠক এড়িয়ে গেল। তবে অন্য ৫০জন প্রতিনিধি ওই বৈঠকে যোগ দিয়েছেন। চিনের প্রতিনিধি আমন্ত্রিত হওয়া সত্ত্বেও কেন বৈঠক এড়িয়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। এব্যাপারে চিনের বিদেশমন্ত্রকও এপর্যন্ত কোনও মন্তব্য করেনি।
রবিবার ওই বৈঠক আয়োজিত হয়েছে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে। আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। রবিবাসরীয় এই বৈঠককে গোপন বৈঠক হিসেবে সরকারিভাবে ঘোষণার পরে সংবাদ মাধ্যমের প্রবেশও সেখানে নিষিদ্ধ করা হয়।
অরুণাচল প্রদেশ নিয়ে চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক মতপার্থক্য আছে। ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসেবে মনে করে চিন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়েও চিনের সঙ্গে ভারতের মতবিরোধের নিষ্পত্তি হয়নি। এর জেরে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা ঘটেছে গত ডিসেম্বরে তাওয়াং সেক্টরে। চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা সৃষ্টি করে একতরফাভাবে স্থিতাবস্থা ভাঙতে চাইছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এই পরিস্থিতিতে ইটানগরে বৈঠকের আলোচনা সম্পর্কে খবরাখবর সংবাদমাধ্যম জানতে না পারলেও, ওই বৈঠকে চিন যোগ দেয়নি, এখবর জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
২০২৩ এর জি ২০-এর প্রতিনিধিত্ব করছে ভারত। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি ২০ সামিটের আগে দেশের ৫০টি গুরুত্বপূর্ণ শহরে জি ২০ উপলক্ষে নানান অনুষ্ঠান আয়োজিত হবে।
ইটানগরে গতকাল আয়োজিত ওই বৈঠকের অংশগ্রহণকারীদের ইটানগর বিধানসভা পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। ইটানগরের একটি বৌদ্ধ মঠ ঘুরিয়ে দেখানো হয় তাঁদের। বিমানবন্দরেও ওঁদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে।
❤ Support Us