- এই মুহূর্তে
- জানুয়ারি ২১, ২০২২
কিশোর অপহরণের ঘটনা ‘জানা নেই’! বিবৃতি দিয়ে অভিযোগ ওড়াল চিনা বিদেশ মন্ত্রক

মঙ্গলবার ভারত-চিন সীমান্তের অরুণাচলের আপার সিয়াং এলাকা থেকে চিন সেনার হাতে অপহৃত হয় বছর সতেরোর এক কিশোর। নাম মিরম তারন। এক বন্ধুর সঙ্গে ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় শিকারে গিয়েছিল। তখনই চিনা সেনা তাঁকে অপহরণ করে। মিরমের বন্ধু জনি ইয়াইং অল্পের জন্য চিনা সেনার হাত থেকে রক্ষা পায়। জনিই বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনে। তখনই স্থানীয় সাংসদ তাপির গাঁও টুইটারে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রকের কাছে সাহায্যের আবেদন জানান সাংসদ।
এর পরই সীমান্তে ভারত-চিন সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলে সারাদিন । রাতে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন— ‘বিষয়টি সম্পর্কে আমরা কিছুই জানি না।’ এরপরই কেন্দ্রের নির্দেশে তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনা । চিনের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদন জানানো হয়, ওই কিশোরকে খুঁজে বের করে প্রোটোকল অনুযায়ী তাকে ভারতে ফেরানো হোক। রাতে তারই জবাব দিতে গিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ‘বিষয়টা নিয়ে জানি না কিছু। চিনের পিপলস লিবারেশন আর্মি সবরকম আইনকানুন মেনে সীমান্ত পাহারা দেয়। কোনও অনুপ্রবেশ দেখলে তা রুখে দেয়।’ এরপর তাঁর দাবি, ভারতের তরফে বিষয়টি জানানোর পর নাকি তাঁরা চিন সেনার সঙ্গে যোগাযোগ করে তথ্য চান। তাতে জানা গেছে, একজন কিশোর ঘাসপাতা কুড়োতে সীমান্তের ওদিকে ঘোরাঘুরি করছিল, কিন্তু পথ ভুলে সে অন্যদিকে চলে গিয়েছে । তারপর কি হয়েছে চিন সেনাদের জানা নেই ।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসেও একইভাবে আপার অরুণাচলের সুবনসিরি এলাকা থেকে পাঁচ যুবককে অপহরণ করে চিনা সেনা। পরে অবশ্য তাঁদের ভারতের হাতে তুলে দেওয়া হয়।
❤ Support Us