Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ১০, ২০২৩

চিনের প্রেসিডেন্ট পদে অপ্রতিদ্বন্দ্বি শি জিনপিং। গড়লেন রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনের প্রেসিডেন্ট পদে অপ্রতিদ্বন্দ্বি শি জিনপিং। গড়লেন রেকর্ড

চিনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের জন্যে নির্বাচিত হলেন ৬৯ বছর বয়সি শি জিনপিং । মাও জে দংয়ের পরে শি জিনপিংকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনেতা হিসেবে মনে করে চিন । এদিন ন্যাশনাল পিপলস কংগ্রেসের তিন হাজার সদস্য ভোটপ্রদান করেন । শি জিংপিন একাই ছিলেন প্রার্থী । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন । শি জিনপিংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২ হাজার ৯৫২ জন সদস্য ।

এর আগে জিনপিং চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন । আগামী ৪৮ ঘণ্টার ভিতর শি জিনপিংয়ের মন্ত্রিসভা সাজানো হতে পারে । শি জিনপিংয়ের পরেই এমুহূর্তে চিনের অন্যতম ক্ষমতাশালী নেতা লি কিয়াংকে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ।

জিনপিংয়ের একচ্ছত্র ক্ষমতা নতুন কোনও খবর নয় । ২০২২ সালের অক্টোবরে জিনপিং চিনা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে ফের দায়িত্ব পেয়েছেন । তবে জিনপিংয়ের শাসনাধীনে চিনের অভ্যন্তরে নাগরিকদের একাংশের মনে সরকারের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছে । বিশেষত, শি জিনপিং জিরো কোভিড পলিসি চালু করে দেশের নাগরিকদের একাংশের কাছে জনপ্রিয়তা খোয়ালেও চিনা কমিউনিস্ট পার্টি মনে করে, জিনপিং যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় করার মতো একজন শক্তিধর নেতা ।

কীভাবে একচ্ছত্র ক্ষমতা দখল করলেন জিনপিং? ২০১২ সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে শি জিনপিং ক্ষমতা কুক্ষিগত করতে ছক সাজান । কমিউনিস্ট পার্টিতে নিজের লোকেদের কাছে নিয়ে সহযোগী গোষ্ঠী তৈরি করেন । এই কাজটা জিনপিং অধ্যবসায়ের সঙ্গে করেছেন । এর জেরে সর্বময় কর্তৃত্ব জিনপিংয় দখল করে নিয়েছেন ।

চিনে প্রতিদশকে প্রেসিডেন্ট হিসেবে একাধিক ব্যক্তি কাজ করেছেন । টানা তিনবারের জন্যে প্রেসি়ডেন্ট হয়ে এই রীতিও ভেঙে দিলেন জিনপিং । প্রসঙ্গত, শি জিনপিংকে ফের প্রেসিডেন্টের চেয়ারে বসাতে চিনের সংবিধান সংশোধন করা হয় । সংবিধান অনুসারে, দুবারের বেশি কেউ দেশের প্রেসিডেন্ট থাকতে পারবেন না । সেই নিয়ম বাতিল করা হয়েছে ।


  • Tags:

Read by: 88 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!