- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১১, ২০২৩
ডোকলামে লাল ফৌজের সেনানিবাস, ছবি সামনে আসতে উদ্বিগ্ন ভারতীয় সেনা

ভুটান সীমান্তে চৈনিক তৎপরতা বাড়ছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ডোকলাম মালভূমি সংলগ্ন ভুটানের তোর্সা উপত্যকায় সামরিক কাঠামো নির্মাণ করেছ লাল ফৌজ। যা ভারতীয় সেনার জন্য যথেষ্ট চিন্তার।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, নিজেদের বাহিনী স্থায়ীভাবে রাখার জন্যই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে লালফৌজ। ছবিতে দেখা যাচ্ছে প্রায় হাজার খানেক সেনা নিবাস তৈরি হয়েছে ডোকলামে। ভারত ভুটান ও চিন-তিন দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় ভূরাজনীতির দিক থেকে ডোকলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-ভুটান সীমান্তে চিনের সামরিক কার্যকলাপ অব্যাহত রাখে তাহলে উত্তর-পূর্ব সীমান্ত ভারতের নিরাপত্তা বড়ো প্রশ্নের মুখে পড়বে।
ভারতের সীমান্তবর্তী এলাকায় চিনের সামরিক নির্মণের প্রচেষ্টা উত্তেজনা আরও বাড়াচ্ছে । ২০১৭ সালে ডোকালামে রাস্তা নির্মাণের চেষ্টা করেছিল চিন। ভারতীয় বাহিনী সম্মিলিত বিরোধিতায় তাঁদের পিছু হটতে বাধ্য হয়। কয়েকমাস আগে অরুণাচলের তাওয়াং-এ জোর করে সীমান্ত লঙ্ঘন করে চিনা সেনা। ভারতীয় বাহিনীর যোগ্য প্রত্যুত্তরে হঠতে বাধ্য হয় তাঁরা। কয়েকদিন আগে অরুণাচলের নাম পরিবর্তন করে বেজিং। বদলানো হয় ১১ ভৌগোলিক এলাকার নাম । এখন সেনা নিবাস নির্মাণের ছবি প্রকাশ্যে আসায় দিল্লি বেজিং সম্পর্কে উত্তেজনা আরো বাড়ল।
❤ Support Us