Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৯, ২০২৩

‌৫২ বছরের খরা কাটালেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌৫২ বছরের খরা কাটালেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি

১৯৭১ সালে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে শেষবার পদক জিতেছিলেন দীপু ঘোষ ও রমন ঘোষ। ৫২ বছরের খরা কাটিয়ে আবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করেছেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি পৌঁছে গেছেন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি হারিয়েছে ইন্দোনেশিয়ার হেন্দ্রা সেতিয়াওয়ান এবং মহম্মদ আহসান জুটিকে।

এবারের প্রতিযোগিতায় ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে নেমেছে সাত্ত্বিক এবং চিরাগ জুটি। অন্যদিকে হেন্দ্রা সেতিয়াওয়ান ও মহ্মদ আহসান জুটি তৃতীয় বাছাই। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ম্যাচে তার প্রভাব দেখা যায়নি। মাত্র ২৮ মিনিটেই সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি হারিয়ে দেয় সেতিয়াওয়ান ও আহসান জুটিকে। ম্যাচের ফল ২১–১১ ২১–১২। সেমিফাইনালে এই ভারতীয় জুটি মুখোমুখি হবে টোকিও অলিম্পিকে সোনা জয়ী তাইওয়ানের লি ইয়ং এবং ওয়ান চি লিনের বিরুদ্ধে। ভারত শেষবার এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডাবলসে পদক জিতেছিল মহিলা বিভাগে। ২০১৪ সালে অশ্বিনী পোনাপ্পা ও জ্বালা গুট্টা মহিলাদের ডাবলসে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। কিন্তু পুরুষদের ডাবলসে দীর্ঘদিন ধরেই খরা চলছিল।

সিঙ্গলসে প্রতিযোগিতায় দারুণ শুরু করেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু হেরেছেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই আন সে ইয়ংয়ের কাছে। প্রথম গেম ২১–১৮ ব্যবধানে জিতলেও পরের দুটি গেমে ৫–২১, ৯–২১ ব্যবধানে উড়ে যান সিন্ধু।  অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় কোয়াটার ফাইনালে জাপানের কান্তা সুনেয়ামার কাছে ১১–২১, ৯–১৩ ব্যবধানে পরাজিত হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!