- এই মুহূর্তে
- মার্চ ৭, ২০২২
শেষ রক্ষা হল না। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন এনএসই-র প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ।

আগাম জামিনের আর্জি আগেই খারিজ হয়েছিল। কোনো ভাবেই এড়াতে পারলেন না, চিত্রা রামকৃষ্ণ গ্রেপ্তার হলেন সিবিআইয়ের হাতে । চিত্রার বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি অভিযোগ তোলে, তিনি আর্থিক দুর্নিতীতে যুক্ত। হিমালয়ের এক সাধুর কাছে এনএসই-র গোপন তথ্য, নথি সমস্ত ফাঁস করেছেন চিত্রা ।জেরার মুখে চিত্রা স্বীকার করেন, তিনি যা করেছেন সবই সাধুর কথায় । সাধুর নির্দেশ মেনে ।
২০১৩-১৬ পর্যন্ত এনএসই-র সিইও ছিলেন চিত্রা রামকৃষ্ণ। এনএসই-এর একজন প্রাক্তন কর্মচারী আনন্দ সুব্রক্ষ্মণ্যমের সঙ্গে জড়িত একটি তদন্তে খোঁজখবর নিতে গিয়ে সিবিঅঅইয়ের কাছে উঠে আসে চিত্রার নাম। তখন তাঁরা জানতে পারেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) গোপন তথ্য চিত্রাই আনন্দকে চালান করেছেন ইমেলে মারফত । তারপরই তদন্তকারি অফিসাররা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। তাঁরা বুঝে ফেললেন, ওই যোগী সাধু আসলে আনন্দ। এ মাসের শুরুতেই গ্রেপ্তার করা হয়েছিল আনন্দকে । এবার ধরা পড়লেন চিত্রাও।
❤ Support Us