Advertisement
  • এই মুহূর্তে
  • সেপ্টেম্বর ২, ২০২২

খ্রীস্টান সম্প্রদায়ের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট তলবের নির্দেশ সুপ্রীম কোর্টের

দেশের বিভিন্ন জায়গায় খ্রীস্টান সম্প্রদায় ও প্রতিষ্ঠানগুলির ওপর হামলা চালানো হচ্ছে। অবিলম্বে সেইসব হামলার ঘটনা বন্ধ করতে হবে।

আরম্ভ ওয়েব ডেস্ক
খ্রীস্টান সম্প্রদায়ের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট তলবের নির্দেশ সুপ্রীম কোর্টের

চিত্র সংগৃহীত

দেশের বিভিন্ন জায়গায় খ্রীস্টান সম্প্রদায় ও প্রতিষ্ঠানগুলির ওপর হামলা চালানো হচ্ছে। অবিলম্বে সেইসব হামলার ঘটনা বন্ধ করতে হবে। চলতি বছরের জুন মাসে এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়। সত্যি সত্যি হামলার ঘটনা ঘটেছে কিনা, এই ব্যাপারে বিভিন্ন রাজ্য থেকে রিপোর্ট তলব করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। দু’‌মাসের মধ্যে এই রিপোর্ট জমা জিতে হবে।

সম্প্রতি অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে খ্রীষ্টান সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে। হামলা বন্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‌মামলা দায়ের হওয়ার পর খোঁজখবর করা হয়েছে। অধিকাংশ অভিযোগই ভিত্তিহীন। এই ধরণের আবেদনের ভিত্তিতে শুনানি করা উচিত নয়। এই বিষয়ে কোনও নির্দেশ দেওয়াও ঠিক নয় বলে তুষার মেহতা দাবি করেন।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলি জনস্বার্থ মামলায় তাঁদের পর্যবেক্ষণে বলেছেন, কোনও ব্যক্তির ওপর আক্রমণের অর্থ এই নয় যে, গোটা সম্প্রদায়ের ওপর আক্রমণ। তবে আমাদের আসল ঘটনা জানা দরকার। হামলার বিষয়ে জনস্বার্থ মামলাতে যে দাবি করা হয়েছে, তা খতিয়ে দেখার প্রয়োজন। ঘটনাটি যদি ১০ শতাংশও সত্য হয়, তাহলেও তদন্ত করতে হবে। জনস্বার্থ মামলায় ৫৭টি ঘটনার উল্লেখ করা হয়েছে।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!