Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৩, ২০২৪

সিআইএসসিই–র জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার মূলপর্ব শুরু হল, অংশ নিয়েছে দেশের ১১টি দল

আরম্ভ ওয়েব ডেস্ক
সিআইএসসিই–র জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার মূলপর্ব শুরু হল, অংশ নিয়েছে দেশের ১১টি দল

একসময় রহিম নবির মতো তারকা ফুটবলাররা উঠে এসেছিলেন সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে। ২০১৮ সাল থেকে এই জাতীয় স্কুল ফুটবলের জন্য বাছাই পর্বের প্রতিযোগিতা আয়োজন করে আসছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (‌সিআইএসসিই)‌। কলকাতার রাজারহাটে ভারতীয় ফুটবল ফেডারেশনের ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্সে বাছাই পর্বের প্রতিযোগিতার শুরু হল। আয়োজক হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল।
সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। হাজির ছিলেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের চেয়ারম্যান ডাঃ জে ইমানুয়েল। প্রতিযোগিতা চলবে ২৬ জুলাই পর্যন্ত। অনূর্ধ্ব ১৭ এই প্রতিযোগিতায় মূলপর্বে ১১ টি স্কুল দল অংশ নিয়েছে। ১১টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘‌এ’‌–তে রয়েছে ৬টি দল, গ্রুপ ‘‌বি’‌–তে রয়েছে ৫টি দল। দুটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দল সেমিফাইনালে খেলবে।
সারা দেশে ১১টি জোনে খেলা হয়েছিল। মোট ১৬৭টি স্কুল অংশ নিয়েছিল। জোন চ্যাম্পিয়ন স্কুলগুলিকে নিয়ে মূলপর্বের খেলা হচ্ছে। বাংলা ও উত্তর–পূর্বাঞ্চল জোন থেকে যোগ্যতা অর্জন করেছে কালিম্পংয়ের সেন্ট মাইকেল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সব্রত কাপের মূলপর্বে খেলবে। গত বছর কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সুব্রত কাপে খেলার সুযোগ পেয়েছিল পাঞ্জাবের মিনার্ভা অ্যাকাডেমি স্কুল। তারাই সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রতিযোগিতার উদ্বোধন করে খুদে ফুটবলারদের উৎসাহ দেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!