- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৩, ২০২২
সিরিয়ার ‘মার্কিন অভিযান’, শিশু-মহিলা সহ হত ১২ ।

সিরিয়ার ইদলিব প্রদেশের আতমেহ শহরে মার্কিন ফৌজের হানায় বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র বলেছে, নিহতের সংখ্যা অন্তত ১২। তাদের মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যা ৭ । মার্কিন অভিযানের শিকার হয় ঘনবসতিপূর্ণ এমন একটি এলাকা যেখানে সিরিয়ার যুদ্ধ থেকে বাস্তুচ্যুত হয়ে হাজার হাজার মানুষ অস্থায়ী শিবির বাস করছেন । পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে মিশন সফল । কিন্তু অভিযানের লক্ষ্য কি ছিল তা জানানো হয়নি ।
❤ Support Us