Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৯, ২০২৩

“বিচারপতিদের সমালোচনা করা মানেই আদালত অবমাননা করা নয়”, ডি ওয়াই চন্দ্রচূড়

আরম্ভ ওয়েব ডেস্ক
“বিচারপতিদের সমালোচনা করা মানেই আদালত অবমাননা করা নয়”, ডি ওয়াই চন্দ্রচূড়

সম্প্রতি বিচারপতিদের সমালোচনা কোনও কোনও রাজনৈতিক নেতানেত্রীর গলায় শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, বিচারপতিদের সমালোচনা করা মানেই আদালত অবমাননা করা নয়। একটি  সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আদালত অবমাননার আইন বিচারকদের সুরক্ষা দেওয়ার জন্য নয়। বরং কেউ ইচ্ছাকৃতভাবে আদালতের রায় মানতে না চাইলে তাঁদের শাস্তির জন্য।

ওই সাক্ষাৎকারে প্রধান বিচারপতি বলেছেন, আদালত অবমাননার আইন কোনওভাবেই বিচারকদের সমালোচনা থেকে সুরক্ষা দেওয়ার জন্য নয়। বিচারপতির সমালোচনা কখনই আদালত অবমাননা বলে গণ্য হবে না। প্রযোজ্য হবে না আইনের সংশ্লিষ্ট ধারাও। বরং, কেউ ইচ্ছাকৃতভাবে বিচারে বাধা দিলে বা আদালতের রায় মানতে অস্বীকার করলে তা অবমাননা বলে ধরা যেতে পারে। কিন্তু রায়ের বা বিচার প্রক্রিয়ার সমালোচনা করলে বিচারপতিরা অবমাননার ধারায় রক্ষাকবচ পাবেন না।

প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, বিচারপতিদের তাঁদের কাজের মধ্য দিয়ে নিজেদের পদমর্যাদা রক্ষা করতে হবে। প্রত্যেক বিচারপতির উচিত নিজেদের কাজের প্রীতি গর্ববোধ করা। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আর সেটা রক্ষা করায় বিচারব্যবস্থার বিরাট ভূমিকা আছে। প্রধান বিচারপতি বলেন, এটা সত্যি যে আজকের সোশাল মিডিয়ার যুগে এমন অনেক সমালোচনা হজম করতে হয়, যা অনাকাঙ্ক্ষিত।

কলকাতা হাই কোর্টেই এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনাও আদালতের অবমাননা নয়। কাজেই প্রধান বিচারপতির এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণও বটে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!