Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২২, ২০২২

কৃষকবন্ধু প্রকল্পের ব্যয় বরাদ্দ বাড়ানোর ঘোষণা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃষকবন্ধু প্রকল্পের ব্যয় বরাদ্দ বাড়ানোর ঘোষণা মমতার

বড়োদিন শুরু হতে এখনও কয়েক কদিন বাকি। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বড়োদিনের উপহার নিয়ে এলেন ।

রাজ্য সরকার তার কৃষকবন্ধু প্রকল্পের আওতায় আরও বহু কৃষককে যুক্ত করলেন। কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৮৯ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত আছে। যাদের অ্যাকাউণ্টে খরিফ মরসুমে ২৪৬৮ কোটি টাকা পাঠিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এবার সেই প্রাপকের সংখ্যা আরও বাড়িয়ে ৯১ লক্ষ করা হয়েছে। তাদের অ্যাকাউণ্টে পাঠানো হয়েছে ২৫৫৫ কোটি টাকা। অর্থাৎ প্রকল্পের পরিধি বাড়িয়ে আরও বহু কৃষককে অন্তর্ভুক্ত করা হল। রবি ও খরিফ মরসুমে রাজ্য সরকারের কৃষকদের আর্থিক সহায়তা বাবদ মোট খরচ হল ৫,০২৩ কোটি টাকা।

ভারতের মত কৃষিপ্রধান দেশে এখনও আবহাওয়ার ওপর ফলন অনেকাংশে নির্ভরশীল। পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয়। অধিক উৎপাদন হলে কৃষকরা দাম পান না ফসলের। আবার দুর্যোগে ফসল নষ্ট হলেও কৃষকরা বিপদে পড়েন। এরকম প্রতিকূল পরিস্থিতির কথা চিন্তা-ভাবনা করেই ২০১৯ সালের জানুয়ারি মাসে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সূচনা করে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর। লক্ষ্য ছিল কৃষকদের আর্থিক সহায়তাপ্রদান ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করণ। এক একর বা তার বেশি কর্ষনযোগ্য জমি যার আছে তাকে ১০০০০ টাকা আর তার কম থাকলে ৪০০০ টাকা করে প্রতিবছর দেওয়ার কথা বলা হয়।

প্রসঙ্গত, এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল কোনো কৃষক ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা গেলে তাঁর পরিবারকে মৃত্যুকালীন ভাতা দেওয়া। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৬৭০০০ কৃষক পরিবারকে এককালীন ২ লক্ষ করে টাকা দিয়ে মোট ১৩৫২ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। এখন এই প্রকল্প বহু কৃষককে অন্তর্ভূক্ত করায় প্রকল্পের দ্বারা আরও অনেক পরিবার উপকৃত হবে। যা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নিরিখে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!