Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৮, ২০২৩

সাইক্লোন মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
সাইক্লোন মোকাবিলায় প্রস্তুত রাজ্য, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বার্তা

“সাইক্লোন নিয়ে ভয়ের কোনও কারণ নেই। সাইক্লোন মোকা মোকাবিলায় প্রস্তুত নবান্ন।”সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন থেকে বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আর তার জেরেই আছড়ে পড়বে সাইক্লোন মোকা। তবে বাংলায় এর বিশেষ প্রভাব পড়বে না বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই রাজ্যবাসীকে নিশ্চিন্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে বললেন, এই সাইক্লোন নিয়ে ভয়ের কোনও কারণ নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মোকা’ ঘূর্ণিঝড় আসার কথা শোনা যাচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। ৮ মে অর্থাৎ আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সন্ধে সাড়ে ৮টা নাগাদ নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে ৯ ও ১০ মে সাইক্লোন হওয়ার আশঙ্কা। তবে আন্দামানের দক্ষিণে এর প্রভাব পড়বে। কিন্তু বাংলার উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সুন্দরবন, দিঘায় জারি করা হবে বাড়তি সতর্কতা। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলও তৈরি রয়েছে। এর আগেই তিনি জানিয়েছিলেন,  বাড়তি সতর্কতা নিয়েছে সেচ ও কৃষি দপ্তরও। মুখ্যমন্ত্রী সোমবার বলেন, আইএমডি কলকাতা যে তথ্য দিয়েছে তার ভিত্তিতেই তিনি এই বিষয়গুলো জানালেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!