- দে । শ
- সেপ্টেম্বর ৪, ২০২৩
দোষীদের সাজা, মৃত ছাত্রের মা’কে চাকরি, মৃত ছাত্রের নামে গ্রামীণ হাসপাতাল গড়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের মা-বাবা জানালেন, ‘দোষী’দের শাস্তি দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মৃত পড়ুয়ার মাকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে সেই সংক্রান্ত প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ওই ছাত্রের ভাইয়ের পড়াশোনার বিষয়টিও মুখ্যমন্ত্রী দেখবেন বলে জানিয়েছেন মৃত পড়ুয়ার মা।
মৃত ছাত্রের মা সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফেরার সময় জানিয়েছেন, ছেলের মৃত্যুর তদন্তে রাজ্য সরকারের ভূমিকায় তিনি খুশি। তিনি বলেন, ‘‘দিদি বলেছেন, ‘আমি দেখে নেব।’ একটাকেও ছাড়বেন না। আমি খুশি।’’
তিনি আরও জানিয়েছেন, মৃত ছাত্রের নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে বসবে ছাত্রের মূর্তি। স্কুলের নামও হতে পারে ওই পড়ুয়ার নামে। মৃত পড়ুয়ার ছোট ভাইয়ের সঙ্গেও ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন মৃত ছাত্রের মা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, তাঁর ছোটছেলের পড়াশোনার বিষয়টি দেখবেন। নিরাপত্তার বিষয়টিও দেখবেন বলে মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন।
নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের তরফে মৃত ছাত্রের মায়ের চাকরির প্রক্রিয়াও শুরু হয়েছে। মৃত ছাত্রের ভাইয়ের পড়াশোনার বিষয়টিও মুখ্যমন্ত্রী দেখবেন।
সাক্ষাতের পর মৃত ছাত্রের বাবা বলেন, ‘‘আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে। তার বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম। দিদি আশ্বস্ত করেছেন, অপরাধীরা শাস্তি পাবে। বিনীত গোয়েল (কলকাতা পুলিশের কমিশনার) স্যরদের ডেকে দিদি বলেছেন, অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’’ এর পরেই ছাত্রের বাবা আক্ষেপের সুরে বলেন, ‘‘নাবালক ছেলেকে শেষ করল। হাত-পা ভেঙে থাকলেও থাকত। সারা জীবন কী ভাবে থাকব?’’
তবে কী ছেলের মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নতে দেখা করে ছেলের মৃত্যুর বিচার চাইতে এসে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয় মৃত ছাত্রের বাবা?
❤ Support Us