- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৩, ২০২২
পঞ্চায়েত ভোটে সবার নজরে নতুন ভোটার।মমতার অভিযোগ, ভোটার তালিকা নিয়ে চক্রান্ত চলছে

নাগরিকত্ব নিয়ে আবার সরব হলেন মমতা বন্দোপাধ্যায় । এনআরসির নামে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি । নেতাজি ইন্ডোরের সভা মঞ্চ থেকে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছভাবে অংশগ্রহণ করার জন্য নতুন নাম নথিভূক্তকরণ এবং প্রয়োজনীয় সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি ।
মুখ্যমন্ত্রীর অভিযোগ নাগরিকত্ব নিয়েও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে । ১৯৭১ এর মার্চ মাস পর্যন্ত যারা এখানে এসেছেন তাঁরা সবাই ভারতীয় নাগরিক । এবিষয়ে তো কেন্দ্রীয় সরকারের চুক্তিই আছে । তিনি আরও বলেন, এতদিন যাঁরা দেশের বিভিন্ন নির্বাচনে তাঁদের ভোট দিয়েছেন, তাঁরা যদি আজ নাগরিক না হন, তাহলে তাঁরা ভোট দিল কী করে ? মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে ? সাধারণ মানুষের ভোটেই তো কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মোদি । যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলে তাদের অসম্মান করা হচ্ছে । প্রত্যেকের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার লিস্টে নামও আছে ।
মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত নতুন ভোটারদের নাম নথিভূক্তকরন সহ সংশোধন প্রক্রিয়া চলবে । কারও নাম বা অন্যকোন তথ্যে ভুল থাকলে সংশোধন করে নিতে হবে । এনআরসির নাম করে যাতে কোনভাবেই দেশের নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, সেজন্য ভোটার কেন্দ্রে গিয়ে নিজের নাম, পরিবারের সদস্যদের নাম ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া দরকার ।
আগামী ফেব্রুয়ারিতেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন হতে পারে । যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্বাচনের দিনক্ষণের খানিকটা পরিবর্তন হতে পারে । রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ লক্ষ্য নতুন ভোটারের নাম নথিভূক্ত হবে বা হয়েছে । যা রাজ্যের মোট ভোটারের প্রায় দশ শতাংশ । এদের মধ্যে অনেকেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে প্ৰথমবার ভোট দেবে । অঙ্কের হিসেবে গুরুত্বপূর্ণ এই নতুন ভোটারদের নিজেদের দিকে টানতে সব রাজনৈতিক দলই বদ্ধপরিকর । রাজ্যে এই মুহূর্তে থমকে আছে একশো দিনের কাজ, নতুন কর্মসংস্থান নেই, বন্যা, নদী ভাঙন ইত্যাদি নানান ইস্যুতে ক্ষমতাসীন দলের উদাসীনতা অথবা অসচ্ছতার অভিযোগ এবং প্রমানও একাধিক । এও সত্য, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে পঞ্চায়েতে যে দলের ফল যত ভালো হয়, সে দলই বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সম্ভাবনাময় অবস্থান নিয়ে এগিয়ে থাকে । তাই পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে মরিয়া রাজ্যের প্রতিটা রাজনৈতিক দল।
❤ Support Us