- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১১, ২০২৩
জলপাইগুড়ির ৬ বন্ধ চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য, ঘোষণা মমতার
২০২৪-এর লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই দেশে তথা রাজ্যের শাসক দল সজাগ হয়ে উঠেছে। লোকসভা ভোটের পূর্ব মুহূর্তে উত্তরবঙ্গ সফরে গিয়ে তাই কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিল রাজ্য সরকার। সোমবার বানারহাটের জনসভার মঞ্চ থেকে জলপাইগুড়ির ৬টি চা বাগান অধিগ্রহণ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক অভিজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে এটা মমতার মাস্টার্স স্ট্রোক।
সোমবার বানারহাটের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জলপাইগুড়ির বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার।” বর্তমানে জলপাইগুড়িতে রায়পুর, রিয়াবাড়ি, ধরনীপুর, সুরেন্দ্রনগর, রেডব্যাঙ্ক চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার ফলে সমস্যায় পড়েছেন চা বাগানের বহু শ্রমিক। তাঁদের মুখে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত নেওয়া হল বলেও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন।
প্রসঙ্গত, রবিবারই আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি। বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। আর তার পরদিনই চা বাগান অধিগ্রহণের কথা ঘোষণা করার ফলে স্বাভাবিকভাবেই নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন জলপাইগুড়ির চা শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে বন্ধ চা বাগানের শ্রমিকরা।
❤ Support Us