- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৩
১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মমতা। রাজ্যের বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর কাছে চাইলেন সময়
রাজ্যের বকেয়া ১০০ দিনের টাকা সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায়ের দাবিতে ১৮, ১৯, ২০ ডিসেম্বরের যে কোনও একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়েছেন। আগামী ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন বলেও এদিন তিনি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি ১৮,১৯,২০ ডিসেম্বরের মধ্যে যে কোনও একদিন প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি। কিছু সংসদকে সঙ্গে নিয়ে বাংলার ১০০ দিনের কাজে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা এবং স্বাস্থ্যের টাকাও বন্ধ করে দিয়েছে। বাংলার প্রাপ্য টাকা, যেটা জিএসটি হিসেবে তুলে নিয়ে যাচ্ছে, অথচ একমাত্র বাংলাকার সব টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা কিন্তু কোনও স্কিং বন্ধ করিনি। সেই টাকাগুলো যাতে বাংলা পায়, বাংলার প্রাপ্য, যেটা জিএসটি থেকে তুলে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা আমাদের ভাগের টাকা পাচ্ছি না। সেই জন্য আমি ১৮,১৯,২০-তে সময় চেয়েছি। যদি সময় দেয় ভালো, না হলে আমি দিল্লি যাচ্ছি ১৭ তারিখে।”
মুখ্যমন্ত্রীর আগে এই ১০০ দিনের টাকা আদায়ের দাবিতে দিল্লি গিয়ে আন্দোলন করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় করে, তাঁর ঘরের সামনে বসে থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিছু তৃণমূল সাংসদ ও বঞ্চিতদের কিছু সংখক মানুষ দেখা পাননি। তারপর অভিষেক রাজভবনের সামনে অবস্থানে বসেন দাবি আদায়ের জন্য। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে শেষ পর্যন্ত দেখা করে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া আদায়ের দাবি জানান। তার পর রাজ্যপাল অমিত শাহের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালে অভিষেক দুর্গাপূজার মুখে রাজভবনের সাম্য থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেন, রাজ্যপালকে শুভেচ্ছা জানান বাংলার হয়ে অমিত শাহের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু তার পরে অনেক দিন কেটে গেলেও বাংলা তার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে পায়নি। এর মধ্যে ১০০ দিনের কাজের বাকি টাকার পরিমান ৭ হাজার কোটি টাকা।
রাজভবনের সাম্য থেকে অবস্থান তোলার সময় অভিষেক বলেছিলেন, কেন্দ্র টাকা না দিলে এবার তৃণমূল নেত্রী দাবি আদায়ে নামবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিছিলেন ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তিনি দিল্লি যাবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইবেন, যদি তিনি সময় না দেন তাহলে রাস্তায় বসবেন তৃণমূল নেত্রী। শনিবার সেই কর্মসূচির কথাই বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের জানালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
❤ Support Us