Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩, ২০২৪

বিধানসভায় হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন মমতা ব্যানার্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভায় হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন মমতা ব্যানার্জি

আরজি কর হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার পুলিশের পাশে দাঁড়িয়ে শক্ত হাতে রক্ষা করেছেন। পাশাপাশি তিনি অন্যান্য রাজ্যে মহিলাদের উপর ভয়াবহ হামলার নিস্পত্তি না হওয়ার মামলার উদাহরণও তুলে ধরেছেন। টেনে নিয়ে এসেছেন হাথরাস, উন্নাওয়ের প্রসঙ্গ। বিধানসভায় এদিন তিনি প্রধানমন্ত্রী ও মমতা ব্যানার্জির পদত্যাগেরও দাবি তোলেন।
মঙ্গলবার বিধানসভায় ‘‌অপরাজিতা’‌ বিল পাশ করার সময় মমতা ব্যানার্জি তাঁর ভাষণে বলেন, ‘‌উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো রাজ্যগুলিতে মহিলাদের উপর অপরাধের হার মাত্রাতিরিক্ত। হাথরাস ও উন্নাওয়ে নির্যাতিতরা এখনও বিচার পায়নি। তা নিয়ে কেউ কথা বলে না। তবে বাংলায় মহিলারা আদালত থেকে ন্যায়বিচার পাবেন।’‌ কামদুনি মামলার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘‌কামদুনি মামলায় (উত্তর ২৪ পরগনা ধর্ষণ) আমরা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলাম। কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট মামলাটি বিচারাধীন রেখেছে।’‌
২০২০ সালে উত্তরপ্রদেশের হাথরাসে ২০ বছর বয়সী দলিত তরুণীকে ধর্ষণ এবং ২০১৩ সালে বাংলার উত্তর ২৪ পরগণা জেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস হত্যার পাশাপাশি এক মহিলার মৃত্যুর কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বক্তৃতায় মমতা ব্যানার্জি রাজস্থানের জয়পুরের সরকারি হাসপাতালে গত সপ্তাহে শিশু ধর্ষণের প্রসঙ্গটিও তুলে ধরেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেন। তিনি বলেন, ‘‌সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা মহিলাদের সুরক্ষার জন্য কার্যকর আইন প্রয়োগ করতে অক্ষম।’‌
মমতা ব্যানার্জির এই তীক্ষ্ণ মন্তব্য এসেছে রাজ্য সরকারের নতুন আইন প্রবর্তন করার সময়। যে আইনে ধর্ষণকে হত্যার সমতুল্য অপরাধ কগন্য করে অপরাধী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। মমতা বলেন, ‘‌প্রস্তাবিত অপরাজিতা আইনের উদ্দেশ্য হল দ্রুত তদন্ত ও কঠোর শাস্তি নিশ্চিত করা।’‌ তিনি মনে করেন, ‘‌অপরাজিতা’‌ আইন কেন্দ্রের দ্বারা পাস করা আইনগুলির ছত্রাকগুলি দূর করবে। ‘‌অপরাজিতা’‌ বিল পাস করার সময় মমতা ব্যানার্জি তাংর ভাষণে বলেন, ‘‌মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন। আজ থেকে ৪৩ বছর আগে ১৯৮১ সালে আজকের দিকে সম্মিলিত জাতিপুঞজ। মেয়েদের অধিকার সুরক্ষিত করতে ও সকল প্রকার বৈষম্য দূর করতে চালু সংগঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ নারী বৈষম্যবিরোধী কমিটি। তাই এই বিশেষ দিনেই আমি অপরাজিতা বিল পাস করানোর সিদ্ধান্ত নিয়েছি।’‌ মমতা ব্যানার্জি তাঁর বক্তব্যে ধর্ষিত ও খুন হওয়া আর জি কর হাসপাতালের চিকিৎসকের পরিবারের প্রতিও সমবেদনা জানান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!