- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২২, ২০২৩
“দেব দীপাবলি” উৎসব হবে কলকাতার বাবুঘাটে, মেয়রকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
আগামী ২৬ ও ২৭ নভেম্বর কলকাতার বাবুঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম উদযাপন করতে চলেছেন “দেব দীপাবলি”।
শাস্ত্র বলছে, কার্তিক পূর্ণিমায় এই দেব দীপাবলি উদযাপিত হয় উত্তরপ্রদেশের বারানসীতে। সেখানকার সব গঙ্গার ঘাট মাটির প্রদীপে সাজিয়ে তোলা হয়।
কলকাতা বা পশ্চিমবঙ্গে এই রীতি সম্ভবত এই প্রথম। কার্তিক মাসে বাতাস রাতের দিকে সেই অর্থে থাকে না। কালীপুজোর দিন দিপাবলী উদযাপিত হয় মোমের আলোয়, বাড়ির ছাদে লাঠির মাথায় আকাশ প্রদীপ জ্বালানোর রীতি এই বাংলায় ছিল। তবে দেব দীপাবলি বাংলায় ছিল না।
তা হলে হঠাৎ কেন বাংলায় দেব দীপাবলি? কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পর্যটনকে আরও বাড়ানোর লক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর বাবুঘাটে দেব দীপাবলি হবে। প্রদীপ আতসবাজির আলোয় আলোকিত হয়ে উঠবে বাবুঘাট। সেই লক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে বাবুঘাটকে।
বাংলায় ইতিমধ্যেই বারানসীর আদলে শুরু হয়েছে গঙ্গা আরতি। তা দেখতে গঙ্গার গাটে ভিড় হচ্ছে ভালোই। এবার কলকাতায় বারানসীর আদলেই আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব।
কলকাতা পুরসভার পক্ষ থেকে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাবুঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। রাজ্যে এই প্রথম এবং সরকারি উদ্যোগে হতে চলেছে দেব দীপাবলি উৎসব। এই দেব দীপাবলি উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর আমন্ত্রণপত্র নবান্নে পাঠানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর দেব দীপাবলি উৎসবের সূচনা তিনি করবেন। যে বাবুঘাটে এই উৎসব হবে সেখানে প্রত্যেকদিন গঙ্গা আরতি করা হয়। ২০২৩ সালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা আরতির সূচনা করেছিলেন। এবার সেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই শুরু হচ্ছে দেব দীপাবলি উৎসব। তাই কলকাতা পুরসভার পক্ষ থেকে এই উৎসবের উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে মুখ্যমন্ত্রী বাবুঘাটের দেব দীপাবলি অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না। তাই মুখ্যমন্ত্রীই এই দেব দীপাবলি অনুষ্ঠান উদ্বোধনের নির্দেশ দিয়েছেন মেয়রকে।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার পক্ষ থেকে বাবুঘাটে দেব দীপাবলি অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্টকে। এই ট্রাস্টের পিছনে থাকছে কলকাতা পুরসভা।
দেব দীপাবলি অনুষ্ঠানে ১০ হাজার প্রদীপে সাজানো হবে বাবুঘাট। সমস্ত কাজ যাতে সুশৃঙ্খল ভাবে হয় তার জন্য সজাগ থাকছে কলকাতা পুরসভা। কলকাতা পুলিশও সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে। দেব দীপাবলি উৎসবে কার্তিক পূর্ণিমায় সেজে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ ঘাট। সেই ভাবেই কলকাতা পুরসভা শহর কলকাতার বাবুঘাটে দেব দীপাবলির আয়োজন করতে চলেছে।
❤ Support Us