- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২২, ২০২৪
সোমবার কালীঘাটে জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন মমতা

তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় । আগামী সোমবার বিকেলে কালিঘাটে বৈঠক । উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ শাসক দলের প্রথম সারির নেতারা ।
আগামী সোমবার সংসদের এবং বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে । এই প্রেক্ষাপটে ওই দিন দলের বৈঠক ডেকেছেন তৃণমূলের দলনেত্রী । সংসদের অধিবেশনে দলের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবেন, সে বিষয়ে আলাপ-আলোচনা হওয়ার সম্ভাবনা ওই বৈঠকে । পাশাপাশি শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ, পাশাপাশি অন্যান্য রাজ্যগুলির নির্বাচনেরও ফল সামনে আসবে । তার একদিন পরেই কালিঘাটে বৈঠক । উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ সহ ২০২৬ এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের অভিমুখ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবারের বৈঠকে । উঠে আসতে পারে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থার বিষয়টি । একইসঙ্গে রাজ্য–জাতীয় স্তরের নানা বিষয়ে সামগ্রিকভাবে তৃণমূল সুপ্রিমো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন বলে জানা যাচ্ছে । দলের রদবদল প্রসঙ্গে এই বৈঠকে কোনো বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
❤ Support Us