Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২২, ২০২৪

সোমবার কালীঘাটে জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
সোমবার কালীঘাটে জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন মমতা

তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় । আগামী সোমবার বিকেলে কালিঘাটে বৈঠক । উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ শাসক দলের প্রথম সারির নেতারা ।

আগামী সোমবার সংসদের এবং বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে । এই প্রেক্ষাপটে ওই দিন দলের বৈঠক ডেকেছেন তৃণমূলের দলনেত্রী । সংসদের অধিবেশনে দলের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবেন, সে বিষয়ে আলাপ-আলোচনা হওয়ার সম্ভাবনা ওই বৈঠকে । পাশাপাশি শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ, পাশাপাশি অন্যান্য রাজ্যগুলির নির্বাচনেরও ফল সামনে আসবে । তার একদিন পরেই কালিঘাটে বৈঠক । উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ সহ ২০২৬ এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের‌ অভিমুখ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবারের বৈঠকে । উঠে আসতে পারে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থার বিষয়টি । একইসঙ্গে রাজ্য–জাতীয় স্তরের নানা বিষয়ে সামগ্রিকভাবে তৃণমূল সুপ্রিমো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন বলে জানা যাচ্ছে । দলের রদবদল প্রসঙ্গে এই বৈঠকে কোনো বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!