- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১, ২০২৪
ভোটদানের নিরিখে শেষ পর্বেও এগিয়ে বাংলা

ভোট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের পর নিজের বুথ ভবানীপুর মিত্র ইন্সটিটিউশনে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল নেত্রী।ভোটদান শেষে সংবাদমাধ্যমের সামনে হাত নাড়লেন মাত্র। কিছুই বলেননি তিনি। সকাল সকাল ভোট দিয়েছেন তাঁর ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সারা দেশে এখনও পর্যন্ত সার্বিক ভোটদানের হার ৫৮.৩৮%। ভোটের হারে আবার হিমাচলকে(৬৬.৫৬%) তৃতীয় স্থানে ঠেলেছে বাংলা(৬৯.৮৯%)।দ্বিতীয় স্থানে ঝাড়খন্ড (৬৮.১৬%)। ভোটদানের হারে সবথেকে পিছিয়ে বিহার (৪৯.১২%)। বাংলায় এগিয়ে বসিরহাট (৭৬.৫৬%) , দ্বিতীয় স্থানে মথুরাপুর (৭৪.১৩%)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সকাল থেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রের এক ঝাঁক চেনামুখের ভিড় লেগে ছিল বিভিন্ন বুথে। তাঁদের কেউ বা প্রার্থী, কেউ বা এসেছেন ভোটার রূপে। নিজের নিজের বকেন্দ্রে ভোট দিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক, অরিন্দম শীল থেকে নুসরত জাহান, রাজ চক্রবর্তী , শুভশ্রী গাঙ্গুলি, অপর্ণা সেন, মিমি চক্রবর্তী, অঞ্জনা বসু, রুক্মিণী মৈত্র, জুন মালিয়া প্রমুখ।
তবে ভোটের শেষ দিনও শান্তিপূর্ণ কাটল না রাজ্যে। বেলা বাড়ার বসঙ্গে সঙ্গে একাধিক জায়গা বথেকে ক্রমাগত আসতে থাকে অশান্তির খবর।ভালো মন্দ, আশা আকাঙ্ক্ষায় মেশান এই নির্বাচনের ফলপ্রকাশ আগামী ৪জুন। আগামী পাঁচ বছর ভারত শাসনের রাশ থাকবে কাদের হাতে, অপেক্ষা আর মাত্র কদিনের।
❤ Support Us