- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৮, ২০২৪
বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী।ওয়াকফ ইস্যুতে কেন্দ্রের সমালোচনা
বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে বিধানসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার তি়নি বলেন, পররাষ্ট্রের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, এক্ষেত্রে কেন্দ্রের যা সিদ্ধান্ত হবে তাকেই মান্যতা দেবে রাজ্য এবং তাঁর দল ।
শীতকালীন অধিবেশনের চতুর্থদিনে বিধানসভায় দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কলকাতার ইসকন মন্দিরের প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন, সেখানে বিশেষ ধর্মাবিলম্বীরা ওপর অত্যাচারের যে তথ্য সামনে আসছে, সেবিষয়েও তিনি খোঁজ খবর নিয়েছেন । তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে রাজ্য কোনো মন্তব্য করতে পারে না । ‘ এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, তবে যে ধর্মের ওপরেই অত্যাচার হোক, তা দুঃখজনক, আমি মানতে পারি না ।’
এবারের বিধানসভায় শীতকালীন অধিবেশন কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন আইন পাশের সম্ভাবনা রয়েছে রাজ্যের । সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আজ মমতা বন্দোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ‘ কেন্দ্র যে আইন আনছে, তা লাগু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে । রাজ্যেও প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে, লোকসভায় বিল পেশের আগে রাজ্যের সঙ্গে কেন্দ্রের আলোচনা করা উচিত ছিল । কিন্তু আমরা সঙ্গে তা করা হয়নি ।’ কেন্দ্রের তরফে একটি নোটিফিকেশন জারি করে শুধু বলা হয়, এপ্রসঙ্গে রাজ্যের আপত্তি থাকলে জানাতে পারবে । একথা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি’ ।
❤ Support Us