- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৬, ২০২৪
ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার সমালোচনা মুখ্যমন্ত্রীর

নির্বাচনের সময় ফের এজেন্সির তৎপরতার বিরোধিতার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
শুক্রবার মাঝ রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে একাংশ গ্রামবাসীর হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা । গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান । অভিযোগ, গ্রামবাসীদের হামলায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাচ ভেঙে যায় । দুজন আধিকারিক জখমও হন ।
শনিবার সকালে রায়গঞ্জে থেকে এপ্রসঙ্গে পাল্টা বিবৃতিতে মমতা বন্দোপাধ্যায় বলেন, ভোটের মুখে স্রেফ রাজনীতি করার জন্যই এলাকায় এজেন্সিকে পাঠানো হচ্ছে । মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘ মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএ-কে?’ অভিযানের কথা পুলিশকে এনআইএ জানিয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা ।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর । ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় । আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণে তদন্তভার যায় এনআইএর হাতে । জাতীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি ভূপতিনগরের কয়েকজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এপ্রসঙ্গে তৃণমূলের অভিযোগ, এজেন্সি দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা।
❤ Support Us