Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৬, ২০২৪

ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার সমালোচনা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার সমালোচনা মুখ্যমন্ত্রীর

নির্বাচনের সময় ফের এজেন্সির তৎপরতার বিরোধিতার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

শুক্রবার মাঝ রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে একাংশ গ্রামবাসীর হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা । গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান । অভিযোগ, গ্রামবাসীদের হামলায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাচ ভেঙে যায় । দুজন আধিকারিক জখমও হন ।

শনিবার সকালে রায়গঞ্জে থেকে এপ্রসঙ্গে পাল্টা বিবৃতিতে মমতা বন্দোপাধ্যায় বলেন, ভোটের মুখে স্রেফ রাজনীতি করার জন্যই এলাকায় এজেন্সিকে পাঠানো হচ্ছে । মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘ মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএ-কে?’ অভিযানের কথা পুলিশকে এনআইএ জানিয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা ।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর । ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় । আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণে তদন্তভার যায় এনআইএর হাতে । জাতীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি ভূপতিনগরের কয়েকজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এপ্রসঙ্গে তৃণমূলের অভিযোগ, এজেন্সি দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!