- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৯, ২০২৩
উত্তর ২৪ পরগনায় দলের দায়িত্বে ৮ সদস্যের কোর কমিটি গড়লেন মমতা
জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাত্রার ফলে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনকে লোকসভা নির্বাচনের আগে মজবুত করার জন্য পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথীন ঘোষ, পার্থ ভৌমিক সহ ৮ জনকে নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার জন্য কোর কমিটি গঠন করে দিলেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূম জেলায় কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী।
এই আট সদস্যের কোর কমিটি জেলার ৩৩টি বিধানসভায় কোথায় কী সমস্যা আছে, তা খতিয়ে দেখবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন।
ওই কোর কমিটিতে রয়েছেন সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল এবং বীণা মণ্ডল। মমতার নির্দেশ অনুযায়ী, ১৫ দিন অন্তর ওই কমিটি বৈঠকে বসবে। ৩৩টি বিধানসভায় কোথায় কী সমস্যা আছে, তা খতিয়ে দেখবে এই কমিটি।
বুধবার উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার বার্তা দেন তিনি। বাড়তি দায়িত্ব নিয়ে সকলকে কাজ করার কথাও বলেন তৃণমূল নেত্রী।
জেলযাত্রার আগে দীর্ঘদিন যাবৎ জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই ছিল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ভোট যুদ্ধে দলকে জেতাতে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে নির্বাচনের পরই ছেটে দেওয়া হয় জ্যোতিপ্রিয়র অনেক দায়িত্ব। নেত্রীর এই সিদ্ধান্তে সেই সময় বেশ হতাশ হয়েছিলেন জ্যোতিপ্রিয়। তবে উত্তর ২৪ পরগনার সংগঠন বরাবরই শক্ত হাতে সামলেছেন জ্যোতিপ্রিয় তথা বালু।
আবার সামনে এসেছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। ঠিক তার আগে রেশন দুর্নীতি মামলায় ইডির জালে জড়িয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন রাজ্যের বর্তমান খাদ্য মন্ত্রী রথীন ঘোষ-সহ উত্তর ২৪ পরগনার একাধিক কাউন্সিলর। তাই খুব স্বাভাবিক কারণেই উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চিন্তিত। আর তাই কারণে তৃণমূল নেত্রী উত্তর ২৪ পর্জন জেলা তৃণমূল পরিচালনার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছেন বলেই তৃণমূল সূত্রে খবর।
❤ Support Us