- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১০, ২০২৪
পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মমতার, দলকে একসাথে চলার বার্তা
লোকসভা নির্বাচনে দলের হাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে। বিবাদ ভুলে সবাইকে এক সাথে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। এই বৈঠক থেকে মমতা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে চলার বার্তা দেন। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, দেব সহ পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ জন তৃণমূল বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দলনেত্রী বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি ক্ষমতায় না এলে তৃণমূল যাতে বেশি সংখ্যক আসন নিয়ে সেই সরকারে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। মেদিনীপুর, ঘাটাল লোকসভা ছাড়াও ঝাড়গ্রাম ও আরামবাগ লোকসভা কেন্দ্রের কিছু অংশ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এর মধ্যে শুধু ঘটালে তৃণমূল সাংসদ দেব রয়েছেন। বাকি মেদিনীপুরে দিলীপ ঘোষ এবং ঝাড়গ্রামে সাংসদ কুনার হেমব্রম, দুজনই হলেন বিজেপি সাংসদ।
বৈঠক শেষে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী মানস ভূইঁয়া বলেন, “মুখ্যমন্ত্রী বৈঠকে নির্দেশ দিয়েছেন, দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে তা নিয়ে কোনও ভাবেই বাইরে মুখ খোলা যাবে না। মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে প্রথম বৈঠক করেছেন। আমাদের বার্তা দিয়েছেন আদিবাসী, তফশিলি জাতি সহ সব মানুষদের নিয়ে একসঙ্গে চলতে হবে। আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আমাদের এক সঙ্গে চলতে হবে। কে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন সেটা দল ঠিক করবে।”
❤ Support Us