- এই মুহূর্তে দে । শ
- মে ১১, ২০২৪
হুগলিতে মমতা : ৪০০ পার নয়, বিজেপি এবারে পগার পার। দক্ষিনে কালো মেঘ, উত্তরপূর্বে ভেসে যাবে পদ্ম

‘ ইস বার, এপার ওপার, পগার পার’
এমন মন্তব্য শোনা গেল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আজ শনিবার হুগলির সপ্তগ্রামে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে বিজেপির উদেশ্যে এমন কথা বললেন তিনি।
আজ সভায় তিনি বলেন , ‘প্রথম তিন দফার ভোটে বিজেপির ভোট শতাংশ অনেক কম। উত্তরপূর্ব ভারতে তা নিম্নগামী। দক্ষিণ ভারতে তো একেবারেই তা শূন্য। তাঁরা দাবি করেছিলেন এইবার ৪০০ পার। কিন্তু তা আর এবারে হওয়ার নয়।মানুষ আর এদের পাশে নেই। ফলে বিজেপি এবার শঙ্কার মেঘ দেখছে।’
রাজভবনে শ্লীলতাহানি কান্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না করে বলেন, ‘এবার আর দেখা করতে রাজভবনে যাবো না। রাস্তায় দেখা করে নেবো।’ তাঁর দাবি, তাঁর কাছে এই বিষয়ে আরও তথ্য আছে। যথাসময়ে তিনি তা প্রকাশ্যে আনবেন। তিনি বললেন, ‘ কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম।’ পাশাপাশি রাজ্যপালকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন,’ এক জন মহিলার উপর অত্যাচার করার আপনি কে?’ পাশাপাশি সন্দেশখালি নিয়েও পদ্ম শিবিরকে এক হাত নেন মমতা। তাঁর মতে ওই এলাকার মেয়েদের অশিক্ষার সুযোগে বিজেপি অন্যায়ভাবে নিজের নির্বাচনী ফসল ঘরে তুলতে চাইছে। সপ্তগ্রামের নির্বাচনী জনসভা থেকে তাঁর ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার সারাজীবন ধরে পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা।
তৃণমূল নেত্রী বলেন, ‘নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সৃষ্টি করে ভোটে জিততে চাইছে বিজেপি। এমনকি ফোনেও হুমকি দিচ্ছে তারা। কিন্তু মানুষ তাদের সেই প্রচেষ্টাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।’
৩৪ বছরের বাম শাসনের উদাহরণ তুলে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন ,’ ৩৪ বছরের বাম শাসনকে যদি শেষ করতে পারি, আপনাদেরকেও উৎখাত করতে পারবো। কারণ মানুষ আর আপনাদের পাশে নেই।’
❤ Support Us