- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ১৮, ২০২৪
তথ্যপ্রযুক্তিতে এগোচ্ছে বাংলা । ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধন মঞ্চ থেকে আরও বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলা হয়ে উঠছে ভারতের অন্যতম গন্তব্য । রাজ্যে বিনিয়োগ করলে সব রকম সহায়তা করবে সরকার । বুধবার বিকেলে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের নয়া ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, ‘ শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক ।’ এর ফলে কয়েক হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি হবে ।’
বুধবার বিকেলে নিউ টাউনের হাতিশালায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা । একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়ে তুলেছে । আগামী দিনেও করবে । এর মধ্যে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে । আমরা আমেরিকার ধাঁচে এখানে দু’হাজার একর জমির উপর সিলিকন ভ্যালি তৈরি করেছি । সেখানে ২৭ হাজার কোটি টাকার লগ্নি হয়েছে । তা থেকে অদূর ভবিষ্যতে ৭৫ হাজার কর্মসংস্থান হবে । এ ছাড়াও, রাজ্যে ২২টি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে ।’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেছেন, আজ বাংলা দেশের অন্যতম আইটি-কেন্দ্র হয়ে উঠেছে ।
নিউ টাউনের হাতিশালায় তথ্যপ্রযুক্তি শিল্পের পরিসর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় দক্ষ এবং অভিজ্ঞ কর্মীরা রয়েছেন । প্রতিভার নিরিখে বাঙালিরা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে রয়েছেন । বিশ্বের সর্বত্র নানা পরিসরে কাজ করছেন বাংলার ছেলেমেয়েরা । তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য দ্রুত গতির ইন্টারনেটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী । এককালে আকছার বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটত । মুখ্যমন্ত্রীর দাবি, এখন সেই সমস্যারও সমাধান করেছে সরকার । এ ছাড়াও, বাংলায় ক্রমবর্ধমান চাহিদা, নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত বিদ্যুতের জোগান, কাজের পরিবেশ, কম উৎপাদন খরচ-সহ একাধিক সুবিধা রয়েছে । এছাড়াও রাজারহাট-নিউটাউন এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিষয়ে পঠনপাঠনে প্রতিবছর নতুন নতুন দক্ষ প্রকৌশলি তৈরি হচ্ছে সে কথাও বলেন এদিন । অঞ্চলের পার্শ্ববর্তী লেদার হাবে উদাহরণ টেনে বলেন,সেখানে ৫ লক্ষেরও বেশি মানুষ কাজ করছে । আরও ৫ লক্ষের কর্মসংস্থান হবে ।
নিউ টাউনের হাতিশালায় প্রায় ১৭ একর জমির উপর গড়ে উঠেছে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস। সংস্থার দাবি, নতুন ক্যাম্পাসে চার হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।
❤ Support Us