Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১৪, ২০২৩

শাড়ি, চপ্পল পরে জগিং স্পেনের পার্কে, পিয়ানো অ্যাকর্ডিয়নে বাজালেন “উই শ্যাল ওভারকাম”, স্পেন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্সটা পোস্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
শাড়ি, চপ্পল পরে জগিং স্পেনের পার্কে, পিয়ানো অ্যাকর্ডিয়নে বাজালেন “উই শ্যাল ওভারকাম”, স্পেন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্সটা পোস্ট

“রিফ্রেশিং মর্নিং” লিখে স্পেনের মাদ্রিদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাওয়াই চপ্পল পরা “জগিং”-এর ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন। আর তাতে আরও লিখলেন, “একটি সুন্দর জগ আপনাকে আগামী দিনের জন্য উৎসাহিত করতে পারে। সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন সবাই!”
স্পেনের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সকালে জগিং করছেন তখন তাঁর পরনে সেই সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, কব্জিতে স্মার্ট ওয়াচ।

 

View this post on Instagram

 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)

বাংলার মুখ্যমন্ত্রী যখন মাদ্রিদের একটি পার্কে তাঁর সফরসঙ্গী সদস্যদের সাথে জগিং করছিলেন তখন তিনি ঠিক তেমনই সাবলীল ছিলেন যেমন তিনি বাংলার মাঠে-ময়দানে থাকেন। কোনও রকম বাড়তি কোনও কিছু তাঁর হাবেভাবে লক্ষ্য করা যায়নি।
বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন ট্রেডমিলে হাঁটেন, সেটা বাংলার মানুষের অজানা নয়। ২০১৯ সালের একটি ভিডিওতে, তাঁকে দার্জিলিং এর পাহাড়ে জগিং করতে দেখা গিয়েছিল। তিনি তাঁর দলের সদস্যদের সাথে ১০ কিলোমিটার পথ কাজে গিয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে তিনি একটি পার্কে পিয়ানো অ্যাকর্ডিয়ন নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে তাঁর পিয়ানো অ্যাকর্ডিয়নে “আমরা করব জয় যান মূল গান “উই শ্যাল ওভারকাম” বাজাচ্ছেন।  এই গানের সুরটি বাজাতে বাজাতে মুখ্যমন্ত্রী বলছেন, “সংগীত চিরকালীন; সঙ্গীত আপনাকে বেড়ে উঠতে ও পরিপক্ক হতে সহায়তা করে, আপনাকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করে।”

 

View this post on Instagram

 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)

জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ লা লিগা-র সভাপতির সাথে দেখা করবেন, যা বিশ্বের জনপ্রিয় স্প্যানিশ ফুটবল লীগ এবং একটি ফুটবল চুক্তিও তাদের সঙ্গে হতে চলেছে৷ লা লিগা-র  বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় পেশাদার ক্রীড়া লীগ এবং এটি ১৯২৯ সালে শুরু হয়েছিল। এফসি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিলা এফসি এর মতো জনপ্রিয় ফুটবল দলগুলি লা লিগার অংশ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!