- এই মুহূর্তে দে । শ
- জুন ৩, ২০২৩
বালেশ্বর রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালেশ্বর রওনা হলেন। গতকাল রাতেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন তিনি দুর্ঘটনাস্থল বাহানাগায় শনিবার যাবেন। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকাল ১০টা ৫০ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বালেশ্বর রওনা হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পর্যবেক্ষণ করবেন বলে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাহানাগায় পৌছবেন।
এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃতের সংখ্যা ২৩৮, আহত ৬০০ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে। আহত ও মৃতদের মধ্যে বাংলার বহু যাত্রী রয়েছেন। মৃত ও আহতদের রাজ্যে নিয়ে আসার কাজের প্রস্তুতি শুরু হয়েছে। বি আর সিং হাসপাতালের বিশেষ টিম ঘটনাস্থলে আছেন
ধ্বংসস্তুপে গ্যাস কাটার দিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ চকছে। করমণ্ডল, হামসাফার ও মালগাড়ির এই দুর্ঘটনা কেমন করে ঘটল তা তদন্তের পরে জানা যাবে, এখন গুরুত্ব উদ্ধারকাজে, ঘটনাস্থল থেকে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
❤ Support Us