- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৪, ২০২৩
মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে হতে পারে অপারেশন, জানাল এসএসকেএম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ছোট্ট একটা অপারেশন হতে পারে। তাঁর বাঁ পায়ের চোট অনেকটাই গুরুতর। এসএসকেএম সূত্রে এমনটাই জানা গেছে। আপাতত বাড়িতেই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত মুখ্যমন্ত্রীর পায়ে ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি এখনও সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন এসএাকেএম-এর চিকিৎসকরা। তারপর পরিস্থিতি বুঝে ছোট্টো একটা অস্ত্রোপচার করা হতে পারে বলে মুখ্যমন্ত্রীর চিকিৎসকরা জানান।
তাঁর বাঁ পায়ে চোটের পর এসএসকেএম-এর চিকিৎসকরা তাঁকে হাসপাতালেই থাকার পরামর্শ দেন। তবে পঞ্চায়েত নির্বাচনের মুখে দলের কাজ খতিয়ে দেখার জন্য তিনি হাসপাতালে থাকতে রাজি হননি। এসএসকেএম-এর চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বসেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বাড়ি থেকেই তিনি নির্বাচন পরিচালনার কাজ চালিয়ে যাছেন।
গত সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কোচবিহারের সভা শেষ করে জলপাইগুড়িতে সভা করে সেখান থেকে হেলিকপ্টারে বাগডোগরা ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার ফলে দুর্ঘটনার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সঙ্গে সঙ্গে পাইলট সেবকের সেনা ক্যাম্পে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করান পাইলট।
সেবকে হেলিকপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে মুখ্যমন্ত্রীর কোমরে ও হাঁটুতে চোট লাগে। বাঁ পায়ের আঘাতটা তাঁর গুরুতরই হয়। লিগামেন্টে চোটের কারণেই এখন মুখ্যমন্ত্রীর হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে। তবে মানসিকভাবে ভীষণই শক্ত রয়েছেন মুখ্যমন্ত্রী। সামনেই নির্বাচন। তাই দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে মুখ্য়মন্ত্রী বলেন, “আমার পায়ে ও কোমরে চোট লেগেছে। তবে আমি জলদিই বাড়ির বাইরে বেরোব।” তবে এসএসকেএম সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বাইরে বেরোতে পারবেন না। এই কারণে মুখ্যমন্ত্রীও বলেন, “পঞ্চায়েত নির্বাচনে হয়তো আপনাদের কাছে গিয়ে পৌঁছতে পারছি না। কিন্তু মন ছটফট করছে।” তবে এবারেও যে তৃণমূলই পঞ্চায়েত বোর্ড গঠন করবে, সে ব্যাপারে আশা প্রকাশ করেন তৃণমূলনেত্রী।
এরই মধ্যে সোমবারই বীরভূমের দুবরাজপুরের জনসভায় কালীঘাট থেকে ভার্চুয়ালি সেই সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। ওই ভার্চুয়াল সভাতেই তৃণমূলনেত্রীর কপ্টার-বিভ্রাট নিয়ে বিস্ফোরক দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, “আর ৩০ সেকেন্ড হলেই হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে যেত, নষ্ট হয়ে যেত! এই অবস্থায় আপনাদের আর্শীবাদ ও দোয়ায় কোনও রকমে প্রাণে বেঁচেছি।”
এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে আবার সুস্থ হয়ে বাইরে আসোন। ঠিক একই ভাবে গত ২০২১ -এর বিধানসভা নির্বাচনের মনেনয়নের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। তখনও পুরো ভোটের প্রচার তৃণমূলনেত্রী হুইল চেয়ারে করেই প্রচার পর্ব সেরেছেন।
❤ Support Us






