Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৪

দার্জিলিং চিড়িয়াখানায় দুই তুষার চিতা এবং চার রেড পান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
দার্জিলিং চিড়িয়াখানায় দুই তুষার চিতা এবং চার রেড পান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

পাহাড় সফরের তৃতীয় দিনে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের ছয় নতুন সদস্যের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী । বুধবার সকালে দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ম্যালের দিকে রাস্তা দিয়ে হাঁটার আগে হঠাৎই দাঁড়িয়ে পড়েন দার্জিলিং চিড়িয়াখানার সামনে। কথা বলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে, কথায় কথায় উঠে আসে পার্কের ছয় নবাগতের নামকরণ প্রসঙ্গ। এরপর মূহুর্তেই ২টি তুষার চিতা ও ৪টি রেড পান্ডা শাবকের নাম রাখলেন তিনি ।

মুখ্যমন্ত্রী তুষার চিতা শাবকদের নাম রেখেছেন চার্মিং ও ডার্লিং এবং রেড পান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম। চারমাস আগে নীরা এবং তিস্তা জন্ম দেয় চারটি রেড পান্ডার অন্যদিকে জিম্বা নামক তুষার চিতা এক জোড়া শাবকের জন্ম দেয় । তাদেরই নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নয়া সদস্যদের নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে হলো ১১ টি এবং রেড পান্ডার সংখ্যা ১৯ । এর আগে বেঙ্গল সাফারি পার্কের তিন রয়্যাল বেঙ্গল শাবকের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাদের নাম রেখেছিলেন কিকা, রিকা, ইকা । সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা সিংহ দম্পতিরও নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী । তাদের নাম রাখেন সুরজ ও তনয়া ।

মুখ্যমন্ত্রীকে আগেই, দার্জিলিং চিড়িয়াখানার নয়া সদস্যের নামকরণের আর্জি জানিয়েছিলেন বন আধিকারিকরা । মমতা বন্দোপাধ্যায় সাম্প্রতিক সফরে এসে সেই আশা পূর্ণ করায় উচ্ছ্বসিত বন আধিকারিকরা । পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বন দফতরের সদস্য সচিব সৌরভ চৌধুরী, দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি, মন্ত্রী অরূপ বিশ্বাস । রাজ্য বন দফতরের সদস্য সচিব সৌরভ চৌধুরী এবিষয়ে পরে সাংবাদিকদের বলেন, ‘ মুখ্যমন্ত্রীকে আগেই শাবকদের নামকরণের জন্য আবেদন করা হয়েছিল । মুখ্যমন্ত্রী নামকরণ করায় আমরা খুশি । নামকরণের পর চিড়িয়াখানার অধীনে থাকা দোকানের নতুন ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী । তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন ।’

বিলুপ্তপ্রায় প্রাণীদের কৃত্রিম প্রজনন নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছে দার্জিলিং চিড়িয়াখানার পশু বিশেষজ্ঞরা । লাল পান্ডা এবং তুষারচিতা, হিমালয়ান নেকড়ে, টাকিন,নীল ভেড়া, হিমালয়ান থরের মতো একাধিক প্রাণীর সফল প্রজননও হয়েছে সেখানে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!