Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৮, ২০২৪

পয়লা জুনের বৈঠকে দিল্লি যাচ্ছেন না মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
পয়লা জুনের বৈঠকে দিল্লি যাচ্ছেন না মমতা

কংগ্রেস সভাপতির আমন্ত্রণে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । পয়লা জুন , শেষ দফার ভোটের দিনই দিল্লিতে ইন্ডিয়া জোটের জরুরি বৈঠক ডেকেছিলেন মল্লিকার্জুন খাড়গে । সাতদফা জুড়ে ইন্ডিয়া জোটের ফলাফল বিশ্লেষণ সহ ভবিষ্যত কর্ম পরিকল্পণা স্থির করতেই এই বৈঠক হওয়ার কথা দিল্লিতে ।

সোমবার বাড়োবাজারে নির্বাচনী সভা থেকেই মমতা বলেন, ১ জুন ইন্ডিয়া বৈঠকে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয় ।একদিকে রাজ্যে ৯টি আসনে শেষ দফার নির্বাচনী প্রচার অন্যদিকে রেমাল বিধ্বস্ত বঙ্গে ত্রাণ কার্যের তদারকি, দুটো কাজেই তিনি ব্যস্ত । সোমবার কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে বাড়োবাজারের সত্যনারয়ণ পার্কে নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, ‘ এই মুহূর্তে রাজ্যের বড়ে অংশের মানুষ ঘূর্ণিঝড় বিধ্ব্স্ত হয়ে পড়েছেন । প্রশাসনের তর‌ফে তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে । এই অবস্থায় কীভাবে তাদের ছেড়ে আমি ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে পারি । আমার প্রাথমিক লক্ষ্য হল ঝড় বিধ্ব্স্তদের ত্রাণ পৌঁছে দেওয়া । নির্বাচনী বিধির কারণে সরাসরি সেখানে যেতে পারছিনা, কিন্তু মন পড়ে আছে তাদের কাছে । ‘ এরপরই তিনি বলেন, ১ তারিখ রাজ্যে ৯টি আসনে নির্বাচন, শুধু বাংলায় নয় অন্য রাজ্যেও ভোট আছে । ফলে আমার যাওয়া সম্ভব নয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!