- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১, ২০২২
আলিপুর জেলের দেওয়ালে শিল্পীদের রং-তুলির আঁচড়ে ফুটে উঠবে স্বাধীনতা সংগ্রামের কাহিনি, নেতৃত্বে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আলিপুর জেলে ‘ফ্রিডম মিউজিয়াম’-এর দেওয়ালে এবার স্বাধীনতা লড়াইয়ের চিত্র ফুটে উঠবে বাংলার শিল্পীদের তুলির আঁচড়ে । সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, কয়েক মাসের মধ্যেই এই ‘ফ্রিডম মিউজিয়াম’টির উদ্বোধন করা হবে। এখন শেষ দফার কাজ চলছে । স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নেতাজি, স্বামী বিবেকানন্দ সকলকে সম্মান জানিয়ে অনেক কিছু করা হচ্ছে । তেমনই জেলে একটা ফ্রিডম মিউজিয়াম তৈরি করছি । এই মিউজিয়ামের কাজ চলছে। মাস খানেকের মধ্যে উদ্বোধন করে দিতে পারব । বারুইপুরে স্থানান্তরিত হয়েছে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার । সেখানেই গড়ে উঠতে চলেছে এই ফ্রিডম মিউজিয়াম। মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রস্তুতির কাজ কেমন চলছে, তা দেখতে যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রমুখরা ।
মুখ্যমন্ত্রী তাঁর পরিকল্পনা জানিয়ে বলেছেন, জেলের বাইরের দেওয়াল হেরিটেজ মেনে রঙ করা হয়েছে। সেই দেওয়ালেই স্বাধীনতার লড়াইয়ের কথা ফুটিয়ে তুলবেন বাংলার দশজন শিল্পী। আমি নিজেও থাকব।’
জানা গিয়েছে, আলিপুর জেলের এই শিল্পকর্মে যোগেন চৌধুরী, শুভাপ্রসন্নর মতো শিল্পীরা আঁকবেন। আঁকার জন্য নির্দিষ্টভাবে জায়গা করা থাকবে। শিল্পীদের রঙ, তুলির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, অয়েল পেন্টিং ও ফ্লুরোসেন্ট কালারে আঁকা হোক ছবিগুলো । তাহলে রঙের ঔজ্বল্য চোখে পড়বে ।
❤ Support Us