Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৪, ২০২৩

সমঝোতা ঠিক ভাবে হলে এই ফল হত না”, কংগ্রেসকে বার্তা মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
সমঝোতা ঠিক ভাবে হলে এই ফল হত না”, কংগ্রেসকে বার্তা মমতার

রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তিশগড় —এই তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল ইন্ডিয়া জোটের লোকসভা নির্বাচনের ফলে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। এই প্রশ্নটাই এখন রাজনীতির অলিন্দে বড় করে দেখা দিয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী মোদির মন্তব্য “পরিবারতন্ত্র বিশ্বাসীরা এক সঙ্গে একমঞ্চে এলেই দেশের ভরসা জেতা যায় না। অথচ অহঙ্কারী জোটের এটা নজরে আসে না”। এরই মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল সরব হয়েছে। তবে কী ভাঙ্গন ধরতে চলেছে ইন্ডিয়া জোটে? এই প্রশ্নটাও বড় করে সামনে আসছে। এই আবহেই সোমবার বিধানসভায় এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এটা বিজেপির জয় নয়, এটা ভোট কাটাকাটির জয়। আসন সমঝোতা ঠিকঠাক হলে এরকম ফল হত না”। তবে তিন রাজ্যের এই ফলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, এই নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে, ভুল থেকে আমরা শিক্ষা নেব”।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই তিন রাজ্যে জয়ের জন্য কংগ্রেসকে সমালোচনা করতে ছাড়লেন না। তৃণমূল নেত্রী বিধানসভায় বলেন, “এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়, মানুষ বিজেপির বিরুদ্ধে। ভোট কাটাকাটির জন্য এই ফল হয়েছে।”

লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ে জোর ধাক্কা খেয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বুধবার সন্ধেয় দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। পাটনা, ব্যাঙ্গালোর, মুম্বইয়ে তিন দফায় বৈঠকের পর আগামী সপ্তাহে দিল্লিতে আবার বৈঠকে বসতে চলেছে অবিজেপি দলগুলি। চার রাজ্যের ভোটের ফলে গেরুয়া ঝড়ের ছবি সামনে আসতেই ইন্ডিয়া জোটের শরিক দলের নেতানেত্রীদের ফোন করেন মল্লিকার্জুন খাড়গে। বছর ঘুরলেই লোকসভা ভোট। আসন সমঝোতার জন্য হাতে সময় বলতে চার থেকে পাঁচ মাস। চার রাজ্যের ভোটে তিন রাজ্যেই ধাক্কা খাওয়ার পর জোট শরিকদের ফের শরণ করছে কংগ্রেস। তবে এর মধ্যেই তৃণমূল নেত্রী তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেসের ইন্ডিয়া জোট সম্পর্কে ভাবনা পরিবর্তন করা প্রয়োজন। সেট হয়নি বলেন তিন রাজ্যে কংগ্রেসের এই পরাজয়। এর পরেও কি শিক্ষা নেবে কংগ্রেস? সেটাই এখন দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!